মাওলানা রইস উদ্দিন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ
হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ১২:২০ পিএম

ছবি: খোলা কাগজ
মাওলানা রইস উদ্দিন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় মহাসড়ক অবরোধ করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ।
সোমবার (৫ মে) সকাল ৯টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় অবরোধ করে রাখে।
এ দিকে সড়ক অবরোধে দুর্ভোগে পড়ে নাকাল অবস্থা হয় যাত্রী সাধারণকে।
জানাযায়, মাওলানা রইস উদ্দিন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বিভিন্ন স্থানে অবরোধ চলে। সকাল ৯টা থেকে চলতে থাকা অবরোধ সাড়ে ১১টা পর্যন্ত এ অবরোধ চলে।
মহাসড়ক প্রায় ২ ঘণ্টা অবরোধের ফলে ৩০ কিলোমিটারের অধিক যানজটের সৃষ্টি হয়েছে। গাউসিয়া কমিটি ছাড়াও আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ছাত্রসেনা এ অবরোধ কর্মসূচি পালন করে।
কেকে/এএস