মঙ্গলবার, ৬ মে ২০২৫,
২৩ বৈশাখ ১৪৩২
বাংলা English

মঙ্গলবার, ৬ মে ২০২৫
শিরোনাম: বিদেশি কূটনীতিকদের মন্তব্যে নির্বাচন বিলম্বের ইঙ্গিত       বৈষম্যবিরোধী সরকারের বৈষম্যমূলক আচরণ      আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখানো হলো      কোরবানির পশুতে স্বয়ংসম্পূর্ণ দেশ      হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় আটক ৫৪      হাতিরঝিলে চলাচলে শৃঙ্খলা বাড়াতে রাজউক চেয়ারম্যানের নির্দেশনা      ইসরায়েলি বর্বরতায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত      
গ্রামবাংলা
মিথ্যা মামলায় প্রকৌশলী তুহিনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ৪:০৮ পিএম আপডেট: ০৩.০৫.২০২৫ ৪:২৯ পিএম  (ভিজিটর : ২৪৬)
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ফখরুদ্দিন সরকারের সময় দায়ের করা ‘মিথ্যা মামলায়’ জামিন না দিয়ে নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৩ মে) বেলা ১২টায় রংপুর প্রেস ক্লাব এলাকায় এই কর্মসূচি আয়োজন করেন বিভিন্ন পেশাজীবী সংগঠন ও রংপুরে অবস্থানরত নীলফামারী বাসিন্দারা।

কর্মসূচির প্রধান সমন্বয়ক ডা. মো. মোতাহেদ হোসেন ফায়ার বলেন, প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন একজন সৎ, নির্লিপ্ত ও পরিছন্ন রাজনীতিক। তিনি পেশাজীবীদের অহংকার। তৎকালীন ফখরুদ্দিন সরকারের সময় তার বিরুদ্ধে কোনো অভিযোগ না পেয়ে জাতীয় রাজস্ব বোর্ড ও দুদককে ব্যবহার করে ষড়যন্ত্রমূলকভাবে তিনটি মিথ্যা মামলা করা হয়।

তিনি বলেন, ২০০৮ সালে দ্রুত বিচার আদালতের মাধ্যমে তাকে কর ফাঁকি সংক্রান্ত ১১টি মামলায় ১০টিতে তিন বছর করে এবং একটিতে ৫ বছরের সাজা দেওয়া হয়। পাশাপাশি দুদকের একটি মামলাতেও সাজা দেওয়া হয়। রায়ের প্রায় ১৭ বছর পর গত বছরের ২৯ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করলে পৃথক দুটি আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন— রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা যুবদলের সভাপতি নাজমুল ইসলাম নাজু, যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুবদল নেতা মনিরুজ্জামান সুইডেন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম।

পেশাজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন— প্রকৌশলী আলতাফ ও রফিক, ডাক্তার নিখিল রায়, কৃষিবিদ হালিম, আইনজীবী শফি, জিয়া পরিষদের রোকনুজ্জামান রোকন এবং তানজিম।

এ সময় বক্তারা বলেন, জিয়া পরিবারের সদস্য ও নীলফামারীর অভিভাবক প্রকৌশলী তুহিনের জামিন অস্বীকার করা প্রহসনের শামিল। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কেকে/এএম



মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিদেশি কূটনীতিকদের মন্তব্যে নির্বাচন বিলম্বের ইঙ্গিত
বৈষম্যবিরোধী সরকারের বৈষম্যমূলক আচরণ
শিক্ষার্থীদের পেটাবে রাবি ছাত্রদল, পরিকল্পনার স্ক্রিনশট ফাঁস!
বান্দরবানে নারীর মরদেহ উদ্ধার, ধর্ষণ ও হত্যার অভিযোগ
ধর্ম উপদেষ্টার সঙ্গে হাইআতুল উলইয়ার প্রতিনিধিদলের বৈঠক

সর্বাধিক পঠিত

প্রকৌশলী তুহিনের মুক্তির দাবীতে গঙ্গাচড়ায় বিক্ষোভ মিছিল
বাঞ্ছারামপুরে অভিযুক্ত কোটিপতি কাজী এখনো ধরাছোঁয়ার বাইরে
দুই দফা দাবিতে বান্দরবান বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন
বৈষম্যবিরোধী সরকারের বৈষম্যমূলক আচরণ
গোবিপ্রবিতে শিক্ষকদের পাঠদান ও গবেষণায় দক্ষতা বৃদ্ধিবিষয়ক কর্মশালা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close