ফখরুদ্দিন সরকারের সময় দায়ের করা ‘মিথ্যা মামলায়’ জামিন না দিয়ে নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৩ মে) বেলা ১২টায় রংপুর প্রেস ক্লাব এলাকায় এই কর্মসূচি আয়োজন করেন বিভিন্ন পেশাজীবী সংগঠন ও রংপুরে অবস্থানরত নীলফামারী বাসিন্দারা।
কর্মসূচির প্রধান সমন্বয়ক ডা. মো. মোতাহেদ হোসেন ফায়ার বলেন, প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন একজন সৎ, নির্লিপ্ত ও পরিছন্ন রাজনীতিক। তিনি পেশাজীবীদের অহংকার। তৎকালীন ফখরুদ্দিন সরকারের সময় তার বিরুদ্ধে কোনো অভিযোগ না পেয়ে জাতীয় রাজস্ব বোর্ড ও দুদককে ব্যবহার করে ষড়যন্ত্রমূলকভাবে তিনটি মিথ্যা মামলা করা হয়।
তিনি বলেন, ২০০৮ সালে দ্রুত বিচার আদালতের মাধ্যমে তাকে কর ফাঁকি সংক্রান্ত ১১টি মামলায় ১০টিতে তিন বছর করে এবং একটিতে ৫ বছরের সাজা দেওয়া হয়। পাশাপাশি দুদকের একটি মামলাতেও সাজা দেওয়া হয়। রায়ের প্রায় ১৭ বছর পর গত বছরের ২৯ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করলে পৃথক দুটি আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন— রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা যুবদলের সভাপতি নাজমুল ইসলাম নাজু, যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুবদল নেতা মনিরুজ্জামান সুইডেন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম।
পেশাজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন— প্রকৌশলী আলতাফ ও রফিক, ডাক্তার নিখিল রায়, কৃষিবিদ হালিম, আইনজীবী শফি, জিয়া পরিষদের রোকনুজ্জামান রোকন এবং তানজিম।
এ সময় বক্তারা বলেন, জিয়া পরিবারের সদস্য ও নীলফামারীর অভিভাবক প্রকৌশলী তুহিনের জামিন অস্বীকার করা প্রহসনের শামিল। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কেকে/এএম