সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
প্রিয় ক্যাম্পাস
রাবি রেজিস্ট্রারের ভবনে হামলা, অভিযুক্তদের গ্রেফতারের দাবি
রাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৬:৫৮ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসউদের বাড়িতে বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১ মে) সাধারাণ শিক্ষার্থীরা এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এক বিক্ষোভ সমাবেশ অভিযুক্তদের ১২ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান প্রশাসনের কাছে।

এ সময় জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘স্যারের বাড়িতে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘হামলাকারীর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘হামলাকারীর ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’সহ বিভিন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ইফতিখারুল আলম মাসউদ স্যারের প্রথম পরিচয় তিনি আমাদের জুলাই আন্দোলনের সহযোদ্ধা।

তিনি হামলাকারীদের উদ্দেশে বলেন, মাসউদ স্যারসহ জুলাই-আগস্টের সম্মুখ সারির শিক্ষকরা এক দিনে তৈরি হয়নি। তারা বিগত কয়েক দশকে রাজপথে থেকে অধিকার আদায়ে লড়াই করার সৈনিক। যদি তাদের ওপরে হামলা করার কোনো ষড়যন্ত্রের চিন্তা করা হয় তাহলে তাদের হুশিয়ার করে বলতে চাই হাসিনাকে বাংলাদেশ থেকে যেভাবে বিতাড়িত করা হয়েছে তেমনি তোমাদেরকেও সমূলে উদঘাটন করা হবে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের মাটিতে আর কোনো আধিপত্যবাদের রাজনীতি করতে দেওয়া হবে না। আগামী ১২ ঘন্টার মধ্যে এই হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

এ সময় আরেক সাবেক সমন্বয়ক গোলাম কিবরিয়া মিশু বলেন, মাসুদ স্যার একই সঙ্গে নানা পরিচয় বহন করেন। তিনি একজন শিক্ষক এবং  জুলাই আন্দোলনের সহযোদ্ধা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন অগ্রসৈনিক। তার বাসায় এবং তার পরিবারকে লক্ষ্য করে যে সন্ত্রাসী হামলা করা হয়েছে এটা খুবই দুঃখজনক। তারা যে রাজনৈতিক দলের পরিচয় বহন করুক না কেন তারা সন্ত্রাসী।

তিনি আরো বলেন, আমরা জুলাই সহযোদ্ধাদের ভুলে যাচ্ছি, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত ছিল তাদেরকে বাঁচাতে হবে আমাদের। আজ মাসুদ স্যার, পরবর্তী লক্ষ্য কে? আমাদের জুলাইয়ের চেতনাকে বাঁচাতে হবে।জুলাইয়ে যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছিল, আমাদের সেই স্বপ্নকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে।

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে রাবি ছাত্রশিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, গতকাল রাতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদ স্যারের বাসায় ককটেল নিক্ষেপ বা সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।

তিনি আরো বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা এবং প্রাক্তন শিক্ষার্থীরা মিলে রুয়া ও রাকসু নির্বাচনের বাস্তবায়নের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছি। আমাদের এই যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং দোষারোপের সুযোগ নিতে একটি কুচক্রীমহল পরিকল্পিতভাবে একজন রুয়া প্রার্থীর বাসায় হামলা চালিয়েছে, যাতে করে রুয়া ও রাকসু নির্বাচন বানচাল করা যায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই আগের যুগের অপসংস্কৃতি আর চলবে না। এটা আধুনিক যুগ, এখানে এমনভাবে নির্বাচন ব্যাহত করার অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়েটির উপউপাচার্য ড. মাঈন উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। আইনি কর্যক্রম চলমান। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হবে

কেকে/এএম

আরও সংবাদ   বিষয়:  রাবি রেজিস্ট্রারের ভবনে   হামলা   অভিযুক্তদের   গ্রেফতারের দাবি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close