মেহজাবীন অভিনীত সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ এবার আন্তর্জাতিক মঞ্চেও সাফল্যের স্বাক্ষর রাখল। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত অষ্টম লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবে সিনেমাটি দর্শকসেরা পুরস্কার অর্জন করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই আনন্দের খবর নিজেই শেয়ার করেছেন মেহজাবীন। পুরস্কারপ্রাপ্তির খবরে উচ্ছ্বসিত এই অভিনেত্রী জানান, অনেক দুঃসময় পেরিয়ে আজ এখানে পৌঁছেছি। রাজীবের সঙ্গে সাফল্য উদযাপন করছি। এ অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন।
‘প্রিয় মালতী’ সিনেমাটি এর আগেও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিশিয়ালি প্রদর্শিত হয়, যেখানে দর্শক ও সমালোচক উভয়ের প্রশংসা কুড়িয়েছে।
এদিকে মেহজাবীনের স্বামী ও নির্মাতা আদনান আল রাজীবের জীবনেও চলছে একের পর এক অর্জনের ধারা। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ চলতি বছর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে।
কেকে/এএম