নিজের শারীরিক অসুস্থতার খবর জানিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছিলেন ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নিজের অসুস্থতার খবর জানান তিনি। এ জন্য তার অপারেশন প্রয়োজন। তবে এবার সবাইকে সুখবর দিয়েছেন এ অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুখবর দিয়েছেন দিতিপ্রিয়া। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। আমার জন্য আপনারা সবাই প্রার্থনা করেছেন। এ জন্য সবার কাছে কৃতজ্ঞ আমি।’
এরপরই তিনি লেখেন, ‘খুবই ভালো খবর পেলাম, “চিরদিনেই তুমি যে আমার” ধারাবাহিক এখন বেঙ্গল টপার। এই স্থান অর্জন করা মোটেও সহজ ছিল না। ধারাবাহিকের পুরো টিমকে এ জন্য অনেক শুভেচ্ছা। এটি দর্শকের ভালোবাসা ছাড়া কখনো সম্ভব হতো না।’
এর আগে বুধবার (৮ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় এ অভিনেত্রী জানান, তার অস্ত্রোপচার হতে যাচ্ছে। তিনি লেখেন, আমার একটি ছোট অস্ত্রোপচার হবে। আমার সঙ্গে কেউ যদি যোগাযোগের চেষ্টা করেন, তাহলে আমাকে পাবেন না। তবে পরে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব।
দিতিপ্রিয়া তখন জানাননি, ঠিক কী হয়েছে তার। জানা গেছে, তার নাকের হাড়ে সমস্যা। তারই অস্ত্রোপচার ছিল। কয়েক বছর আগেই এর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু কাজের ব্যস্ততার কারণে সেটি আর হয়ে উঠেনি। মাঝে মধ্যেই নাক দিয়ে রক্ত পড়তো। এবার তারই চিকিৎসা সম্পন্ন করলেন। আর বিশ্রামের পর শিগগিরই কাজে ফিরবেন বলেও জানিয়েছেন এ টালি তারকা।
কেকে/ আরআই