রোববার, ১২ অক্টোবর ২০২৫,
২৭ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১২ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
বিনোদন
নাচের ‘কিং অফ স্লো মোশন’র রাঘব জুয়েল এখন স্টার
শাহ আলম ডাকুয়া
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১০:০২ পিএম আপডেট: ১০.১০.২০২৫ ১০:১১ পিএম

আপনাদের মনে আছে তো? ডান্স ইনডিয়া ডান্স’র স্লো-মোশন খ্যাত নৃত্যশিল্পী রাঘব জুয়েলের কথা। তিনি এখন অভিনেতাও বটে।

রাঘব জুয়েলের শুরুটা হয়েছিল নাচ দিয়েই। বর্তমানে বলিউডে আলোচনার কেন্দ্রে রাঘব। আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ তার প্রাণবন্ত অভিনয় দর্শকদের মন কেড়েছে। তবে তার এই অবস্থানে আসার পেছনে রয়েছে এক দীর্ঘ সংগ্রাম ও কঠিন ত্যাগ।

রাঘব জুয়েলে

রাঘব জুয়েলে


রাঘব জানিয়েছেন, মুম্বাইয়ে তার শুরুর দিনগুলোতে কতটা কঠিন কেটেছে। একটি ছোট ঘরে দশজন ছেলের সঙ্গে দিনযাপন করতেন রাঘব। সেই সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, ‘যখন এসেছিলাম, আমার কাছে কিছুই ছিল না। কিন্তু, ওই সময়টাও আমি খুব উপভোগ করেছি। আমরা এক ঘরে দশজন ছেলে থাকতাম।’

রাঘব বলেন, ‘আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমরা সেটিকে আলমারি বানিয়ে ভেতরে জামাকাপড়, এমনকি অন্তর্বাস পর্যন্ত রাখতাম। কেউ ভুল করে ফ্রিজ খুললে নিজেই অপ্রস্তুত হয়ে পড়ত।’


অভিনয় জগতে আসার আগে ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর মতো জনপ্রিয় নাচের অনুষ্ঠানে নিজের প্রতিভা দেখিয়ে তিনি ‘কিং অফ স্লো মোশন’ তকমা অর্জন করেন। নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর তিনি উপস্থাপনাতেও সফল হন। বর্তমানে তিনি অভিনয়ে নিয়মিত। আরিয়ান খানের সিরিজ ছাড়াও গত বছর মুক্তিপ্রাপ্ত অ্যাকশন থ্রিলার ‘কিল’-এ তার ভিন্নধর্মী চরিত্রটি বেশ প্রশংসিত।

রাঘব স্মৃতিচারণ করে বলেন, “প্রথমবার শাহরুখ খানের মান্নাতে ঢোকার সময়টা ছিল ভোলার নয়। ভিতরে ঢোকার আগে একেবারে বিমানবন্দরের মতো স্ক্যানার পার হতে হয়েছিল। সবাই ভাবছিল, ‘এই লোকটা কে?”

শুধু তাই নয়, ভিতরে ঢুকে তিনি আরিয়ানকে জিজ্ঞাসা করে বসেন, ‘তোমার রুম কোনটা?’ পরে বুঝতে পারেন, বাদশা শাহরুখ খানের বাড়িতে ‘রুম’ নয়, পুরো ‘ফ্লোর’ থাকে। আরিয়ান হেসে তাকে উত্তর দেন, ‘চলো ওপরে যাই।’ ‘তারপর আমরা খানিকক্ষণ আড্ডা দিয়ে ডিনারের জন্য বেরিয়ে পড়ি,’ জানান রাঘব।

রাঘব জুয়েল

রাঘব জুয়েল


বাড়ি ফিরে রাঘব যখন মাকে খবর দেন, তিনিও ছেলের কথা শুনে উচ্ছ্বসিত। অভিনেতা বলেন, ‘মাকে বললাম, আমি এখনই মান্নাত থেকে ঘুরে এলাম। মা তো উত্তেজিত হয়ে প্রশ্নের পর প্রশ্ন শুরু করে দিলেন, ‘বাড়িটা কেমন? বাথরুম দেখলে? লাইব্রেরি কেমন?’ শেষ পর্যন্ত বলতে হল, মা, আমি বাড়ির দালালি করতে তো যাইনি, একটু নিঃশ্বাস নাও এবার তুমি।’

রাঘব জানালেন, শাহরুখ খানের প্রতি তার মুগ্ধতা বহুদিনের। ‘আমি তো জবরা, মানে একেবারে পাগল, ডাই-হার্ড ফ্যান। আমাদের পুরো পরিবারই এসআরকের ভক্ত। তাই ‘মান্নাত’-এ ঢোকা বা শাহরুখ স্যারের সঙ্গে দেখা করা আমার কাছে স্বপ্নপূরণের মতো,’ বললেন তিনি।

আরিয়ান খানের পরিচালনায় ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ পারভেজের চরিত্রে অভিনয় করে রাঘব জুয়েল দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পাচ্ছেন। নেটফ্লিক্স ইন্ডিয়ায় স্ট্রিমিং হওয়া এই ব্যঙ্গাত্মক সিরিজে রাঘব অভিনয় করেছেন নায়ক আসমানের (লক্ষ্য) সেরা বন্ধুর ভূমিকায়, যিনি নিজেও এক উদীয়মান বলিউড অভিনেতা।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  কিং অফ স্লো মোশন   রাঘব জুয়েল   স্টার  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
রেলসেতু থেকে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close