বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী এফসিএ বলেন, কেবল দেশি পর্যটকই নয় বিদেশি পর্যটকদেরও কাছে টানছে সীতাকুণ্ড। পাহাড় সমুদ্রের অপূর্ব মিলনক্ষেত্র এই উপজেলায় অসংখ্য নয়নাভিরাম ঝরণা রয়েছে। সহস্রধারা, খৈইয়াছড়া ঝর্ণা তার মধ্যে অন্যতম। আশা করছি অতীতের সকল গ্লানি ভুলে এই পর্যটন স্পটগুলো নিরাপদ রাখতে বন বিভাগ ও প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।
বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৪টায় বারৈয়াঢালা ন্যাশনাল পার্ক খৈইয়াছড়া এলাকাসহ ঝর্ণা সমূহের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসচেতনতামূলক এ সভায় সভাপতিত্ব করেন এ.আর এন্টারপ্রাইজ ও গোল্ডেন ট্রেড এর কর্ণধার আলাউদ্দিন রুবেল। চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক ওয়াহিদুল ইসলাম চৌধুরী শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর বনবিভাগের কর্মকর্তা এস এম কায়সার, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জহুরুল আলম জহুর, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোহাম্মদ মুরসালিন, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সেক্রেটারী জয়নাল আবেদিন, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালামত উল্লাহ প্রমুখ।
কেকে/ এমএস