সাবেক সংসদ সদস্য তুহিনের মুক্তির দাবিতে পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশ। ছবি : প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে নীলফামারীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও পৌর বিএনপি পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আবু মোহাম্মদ সোয়েমের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিনো।
সমাবেশে বক্তৃতা দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি রবিউল আলম আহসান প্রামানিক ও সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সজীব।
জেলা জজ আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে মানববন্ধন
অপরদিকে বুধবার সকালে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর বিএনপি। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
এসময় পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আজিজুল ইসলাম প্রমুখ।
বক্তারা রাজনৈতিকভাবে হয়রানীর উদ্দেশ্যে সাবেক সংসদ সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।