সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রবিউল ইসলাম (৩৯) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঢাকা বগুড়া মহাসড়কের ষোল মাইল বাসট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর গ্রামের শামছুল হকের ছেলে। রায়গঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকা বগুড়া মহাসড়কের ষোল মাইল বাসট্যান্ডে রাস্তা পারাপার হচ্ছিল রবিউল ইসলাম নামে ওই যুবক। এ সময় ঘাতক ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি ঘুড়কা বেলতলা এলাকা থেকে আটক করা হয়েছে। ড্রাইভার পলাতক। ট্রাকটির চাবি পাওয়া যাচ্ছে না। তবে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
কেকে/এএস