কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ছয় দফা দাবিতে কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
রোববার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ভবনে তালা দেন।
এর আগে, বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। সেখানে বিক্ষোভ করতে থাকেন। এক সময় কর্মকর্তাদের ভেতরে রেখেই প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। পরে কর্মকর্তারা পেছন গেট দিয়ে বের হয়ে যান। বেলা বারোটা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দেন।
আন্দোলনরত শিক্ষার্থী মোরশেদ আলী বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রশাসনিক ভবনের গেটে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি মানা না পর্যন্ত তালা খোলা হবে না। যা অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে।
তৌহিদ আক্তার রিমা নামে আরেক আন্দোলনরত শিক্ষার্থী বলেন, দাবি মানা না পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। প্রয়োজনে কঠিন থেকে কঠোরতম কর্মসূচীর ডাক দেওয়া হবে।
একই দাবিতে এর আগে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শহিদ মিনার চত্বরে অবস্থানসহ শহরে বিক্ষোভ মিছিল, মশাল মিছিল ও সড়ক অবরোধ করেন।
এ বিষয়ে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রুহুল আমিনের মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।
কেকে/ এমএস