বৃহস্পতিবার, ১ মে ২০২৫,
১৮ বৈশাখ ১৪৩২
বাংলা English

বৃহস্পতিবার, ১ মে ২০২৫
শিরোনাম: খাদের কিনারে এনসিপি      আমরা ক্ষমতায় গেলে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারবে: মির্জা ফখরুল      নারী বিষয়ক সংস্কার কমিশনকে আমরা মানি না: জামায়াত আমির      চিন্ময় দাসের জামিন স্থগিত চেয়ে আবেদন      পাকিস্তানি বাহিনীর উপস্থিতি দেখেই পালাল ভারতের যুদ্ধবিমান      জামিন পেলেন ইসকন নেতা চিন্ময় দাস      ‘বরাদ্দের অর্ধেকে তিনশ ঘর নির্মাণ করায় সেনাবাহিনীকে কৃতজ্ঞতা’      
প্রিয় ক্যাম্পাস
গুচ্ছের সি ইউনিটে পাবিপ্রবিতে উপস্থিতি ৯৫.১৭ শতাংশ
পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৩:৫১ পিএম আপডেট: ২৫.০৪.২০২৫ ৩:৫৭ পিএম  (ভিজিটর : ১৫৫)

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছের ‘সি’ ইউনিটের (ব্যবসা শিক্ষা বিভাগ) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর উপস্থিতির হার ৯৫ দশমিক ১৭ শতাংশ।

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিয়ারিং ভবন, এম এ ওয়াজেদ আলী মিয়া বিজ্ঞান ভবন ও মহুয়া ভবনে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. মো. আব্দুর রহিম জানান, ‘সি’ ইউনিটে পাবিপ্রবি কেন্দ্রে ১১৮১ জন শিক্ষার্থীর অংশগ্রহণ করার কথা থাকলেও অংশ নেয় ১১২৪ জন। যা মোট শিক্ষার্থীর ৯৫ দশমিক ১৭ শতাংশ।

পরীক্ষা শুরুর পর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল, উপউপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা সংশ্লিষ্ট ফোকাল পয়েন্ট, প্রক্টর, ছাত্র উপদেষ্টা দফতরের পরিচালক ও পরীক্ষাসংশ্লিষ্টরা।

এর আগে তারা পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার স্থানে যান এবং তাদের সঙ্গে কথা বলেন। অবিভাবকদের জন্য বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন, বিস্কুট ও মহিলা অভিভাবকদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।

পাবিপ্রবি কেন্দ্রের আইনশৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান খান জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুশৃঙ্খলভাবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রক্টরিয়াল বডি, আইনশৃঙ্খলা বাহিনী ও রোভার স্কাউট যৌথভাবে কাজ করেছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলো দূর থেকে আগত শিক্ষার্থীদের সহায়তা করেছে।


পরীক্ষা শেষে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এবার ‘সি’ ইউনিটে সারা দেশে ২৩ হাজার পরীক্ষার্থী ছিল। পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এখানে উত্তরাঞ্চলের শিক্ষার্থীরাই বেশিরভাগ এসেছেন। পরবর্তী পরীক্ষাগুলোও সকলের সহযোগিতায় সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বি ইউনিটের (মানবিক) পরীক্ষা আগামী ২ মে এবং এ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা আগামী ৯ মে যথারীতি সকাল ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে স্থাপত্য বিভাগের আবেদনকারীদের পরীক্ষা ৯ মে বিকাল ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

কেকে/এএম



আরও সংবাদ   বিষয়:  গুচ্ছ   সি ইউনিট   পাবিপ্রবি   উপস্থিতি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

খাদের কিনারে এনসিপি
শহিদকন্যা লামিয়া ধর্ষণের ডাক্তারি প্রতিবেদনে ৩ জনের আলামত
সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র সীতাকুণ্ড: আসলাম চৌধুরী
ছাত্ররা সরকারের সঙ্গে যুক্ত হয়ে বড় ভুল করেছে: হাবিব-উন-নবী
মৌলভীবাজারে ভুট্টা চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষকরা

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে নারী জাগরণের পথিকৃৎ ইউএনও ফেরদৌস আরা
মানিকগঞ্জে বিল্লাল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
পত্নীতলায় নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
খাদের কিনারে এনসিপি
নালিতাবাড়ীতে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close