পৌর এলাকার সৌন্দর্য ফিরিয়ে আনতে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভায় শুরু হয়েছে ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ অভিযান।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গোপালপুর পৌর প্রশাসক মো. মেহেদী হাসান।
উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌরসভার বিভিন্ন এলাকায় একযোগে চলে এই কার্যক্রম।
সরেজমিনে দেখা গেছে, হলুদ ও সবুজ পোশাকে সজ্জিত শ্রমিক ও কর্মচারীরা কর্মকর্তাদের নির্দেশনায় সড়কের দুইপাশ থেকে ব্যানার, ফেস্টুন ও পোস্টার সরিয়ে নিচ্ছেন।
এ সময় পৌর এলাকার বাসিন্দা মহিউদ্দিন রাজ ও বাবর আলী বলেন, “এতদিন এই সব ব্যানার-ফেস্টুনে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছিল। এখন সেগুলো অপসারণ হওয়ায় স্বস্তি পাচ্ছি। এ ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। ভবিষ্যতেও যেন এ ধরণের অনাকাঙ্ক্ষিত দৃশ্য না দেখি, সে জন্য পৌরবাসীকেও সচেতন হতে হবে।”
এ বিষয়ে ইউএনও ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসান বলেন, “শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু ব্যানার, ফেস্টুন নয়-সব ধরণের অবৈধ বিলবোর্ডও পর্যায়ক্রমে সরিয়ে ফেলা হবে। ভবিষ্যতে কেউ যদি আবার এমন কিছু লাগায়, তাহলে জরিমানা করা হবে। এই অভিযান আরও জোরদার করা হবে।”
সৌন্দর্য বর্ধনের এই কার্যক্রমকে ঘিরে স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া দেখা গেছে। শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের এমন পদক্ষেপ নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
কেকে/এআর