বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে। বর্তমানে যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তাই সরকারকে জনগণের কাছে প্রতিটি কার্যক্রমের স্বচ্ছতা এবং জবাবদিহিতা করতে হবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সংশ্লিষ্ট সন্ত্রাসীরা সমাজের বিভিন্ন স্তরে সক্রিয় রয়েছে এবং তাদের হাতে বিপুল অর্থবিত্ত রয়েছে, যার মাধ্যমে তারা দেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তিনি বলেন, এই অপশক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনা বর্তমান সরকারের দায়িত্ব। যদি সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে জনগণের চোখে এটি একটি ব্যর্থ সরকার হিসেবে চিহ্নিত হবে।
এ সময় তার সঙ্গে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মানবেন্দ্র ঘোষের পরিবারকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
কেকে/এএস