সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
দেশজুড়ে
রাত হলেই লোকালয়ে বন্য হাতির তাণ্ডব, আতঙ্কে এলাকাবাসী
চকরিয়া ( কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮:৪১ পিএম
বন্য হাতির তাণ্ডবে বনবিভাগের ৫০ হাজার নার্সারী চারাগাছ লন্ডভন্ড। ছবি : প্রতিনিধি

বন্য হাতির তাণ্ডবে বনবিভাগের ৫০ হাজার নার্সারী চারাগাছ লন্ডভন্ড। ছবি : প্রতিনিধি

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন ফুলছড়ি বনবিটের পাহাড়ি এলাকায় বন্য হাতির উপদ্রব দিন দিন বেড়ে চলেছে। এতে বন্য হাতির দল লোকালয়ে নেমে ফসল, ঘরবাড়ি ভাংচুর ও বনবিভাগের ৫০ হাজার নার্সারী চারাগাছ লন্ডভন্ড করে নানা ক্ষয়ক্ষতি হয়েছে। সন্ধ্যার পরে ওই এলাকা এড়িয়ে চলাচলের পরামর্শ দিয়েছে বন বিভাগ।

জানা গেছে, গত এক সপ্তাহ ধরে বন্য হাতির দল চকরিয়া উপজেলার খুটাখালী নয়াপাড়া, ঈদগাঁও উপজেলার ফুলছড়ি, নাপিতখালী বনবিটে দিনের বেলায় গহীন পাহাড়ে অবস্থান করে, আর সন্ধ্যা হলেই খাবারের খোঁজে নেমে আসে লোকালয়ে। তাই সন্ধ্যার পর ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বন বিভাগ। বন্য হাতির উপদ্রব বেড়ে যাওয়ায় এলাকার চাষিদের মাঝেও আতঙ্ক বিরাজ করছে।

ফুলছড়ি রেঞ্জ সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে ফুলছড়ি বিটের পূর্ব নয়াপাড়া নামক এলাকায় হাতির তান্ডবে ২০২৪-২৫ অর্থ বছরের পরিচালন ব্যয় খাতের নার্সারির উত্তোলিত প্রায় ৫০ হাজার চারা  উপড়ে ফেলেছে বন্যহাতির দল। ভাংচুর করা হয়েছে নার্সারীর ঘেরাবেড়া। এসব চারা আগামী অর্থ বছরের ২০ হেক্টর দ্রুত বর্ধনশীল বাগানের জন্য উত্তোলন করা হয়েছিল বলে জানান বিট কর্মকর্তা জুয়েল চৌধুরী।

স্থানীয়দের দাবী নিত্যদিন কোথাও না কোথাও বন্য হাতি লোকালয়ে এসে বিভিন্ন ধরণের ক্ষয়ক্ষতি করে যাচ্ছেন। শুধু তাই নয়, বনবিভাগের নার্সারি ও দীর্ঘ মেয়াদি মিশ্র বাগানেরও ব্যাপক ক্ষতি সাধন করে চলেছে। দিনে গহীন জঙ্গলে থাকলেও রাতে লোকালয়ে চলে আসার ভয়ে এলাকার লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। দীর্ঘদিন যাবত বন্য হাতির দল পাহাড়ি এলাকায় তাণ্ডব চালিয়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করে আসলেও অত্যাচার বন্ধে সরকারিভাবে আজও কোন প্রকার স্থায়ী উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে এলাকাবাসী জানান।

কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান বলেন, বন্য হাতির দল ফুলছড়ি বনে অবস্থান করছে। ইতোমধ্যে তাণ্ডব চালিয়ে ফুলছড়ি বন বিটের ২০২৪-২৫ অর্থ বছরের পলিচলন ব্যয় খাতের নার্সারির উত্তোলিত প্রায় ৫০ হাজার চারা উপড়ে ফেলেছে। এমনকি দীর্ঘ মেয়াদি বাগানের বেশ কিছু গাছ ভেঙ্গে নষ্ট করেছে। সন্ধ্যা হলেই হাতিগুলো লোকালয়ে  চলে আসে। এতে করে চলাচলের ঝুঁকিও বাড়ছে। তাই সন্ধ্যা হলে ওইসব এলাকা এড়িয়ে চলাচল করতে বনবিভাগের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। 

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  লোকালয়   বন্য হাতি   তাণ্ডব   আতঙ্ক   এলাকাবাসী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গাজায় যুদ্ধ শেষ, মধ্যপ্রাচ্য এখন স্বাভাবিক : ট্রাম্প
ধর্মের অপব্যবহার বাড়ছে
পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপির কর্মী সভা
বাড়ছে লাশের মিছিল
চুয়াডাঙ্গায় বিষাক্ত চোলাই মদ খেয়ে ৬ জনের মৃত্য

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close