সময়ের চাকা আরও এক পাক ঘুরে এলো। বাংলা বর্ষপঞ্জিতে আজ ১৪ এপ্রিল শুরু হলো ১৪৩২ সনের দিন গণনা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, গান, রচনা-কবিতা-চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পান্তা-ইলিশ ভোজন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করছে ঈশ্বরগঞ্জবাসী।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদের হলরুমে পান্তা ভোজনের আয়োজন করা হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদের চত্বর থেকে এক বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, উপজেলা জামায়াতের আমির মঞ্জরুল হক হাসানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের লোকজনসহ শ্রেণি-পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন।
আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পহেলা বৈশাখ উপলক্ষ্যে প্রশাসনের আয়োজিত রচনা-কবিতা-চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও উপজেলা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদ বলেন, বাংলা নববর্ষ উপলক্ষ্যে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ষবরণ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈশ্বরগঞ্জ উপজেলাবাসীকে জানাই বাংলা নববর্ষ-১৪৩২ এর শুভেচ্ছা।
কেকে/এএস