বুধবার, ২১ মে ২০২৫,
৭ জ্যৈষ্ঠ ১৪৩২
বাংলা English

বুধবার, ২১ মে ২০২৫
শিরোনাম: মবের চাপে প্রশাসন      এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে অসহযোগ কর্মসূচির ঘোষণা      ইশরাক হোসেনের মেয়র পদে শপথের আদেশ আগামীকাল      নগর ভবন ছেড়ে মৎস্য ভবন মোড়ে ইশরাক সমর্থকদের অবস্থান      ইসি পুনর্গঠনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ      স্টারলিংকের সংযোগ নেবেন যেভাবে      গাজায় অনাহারে ৩২৬ ফিলিস্তিনির মৃত্যু      
গ্রামবাংলা
পাওনা টাকা চাওয়ায় বাবাসহ চার ভাইকে পিটিয়ে জখম
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ৬:৫৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চার ভাই ও তাদের বাবাকে লাঠিসোঁটা দিয়ে পিটুনির পর ধারালো অস্ত্রে গুরুত্বর জখম করে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষরা।

শনিবার (১২ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ধামদী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পৌর এলাকার শিমরাইল গ্রামের প্রয়াত আ. জব্বাবের ছেলে মো. মতিউর রহমান(৫৫) এবং তার ছেলে রাজু মিয়া(২৭), রিয়াদ(১৬), মো. সজিব মিয়া(৩২), রমজান আলী(২৬)। আহতদের মধ্যে রাজু মিয়া ও তার বাবা মতিউর রহমানের অবস্থা আশঙ্কাজনক। গুরুত্বর আহত রাজু মিয়া ও তার ভাই রিয়াদ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাবা মতিউর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করেছে  চিকিৎসকরা।

আহত রাজু মিয়া জানান, সিরাজুল ইসলামের কাছে পাওনা টাকা চাওয়ায় সে দলবল নিয়ে প্রথমে আমার ভাই রমজান আলীর ওপর হামলা চালায়। রমজান আলীর চিৎকার শুনে আমার বাবা মতিউর রহমান এবং আমরা তিন ভাই ছুটে গেলে প্রতিপক্ষরা আমাদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র-লাঠিসোঁটা দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমারা চার ভাই ও বাবা গুরুত্বর আহত হই। স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসকরা ময়মনসিংহ হাসপাতালে রেফার করে।

এতে ঘটনার দিন রাতেই ভোক্তভোগী রমজান আলী(২৭) বাদী হয়ে  ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

আসামিরা হলেন পৌর এলাকার চরনিখলা গ্রামের ইসরাফিলের ছেলে রাজা মিয়া(২৫), ধামদী গ্রামের মৃত হাবিল মিয়ার ছেলে মো. সিরাজুল ইসলাম(২৬), শাহিনুর(৩৫), আমিনুল(৪০), মো. আজিজুল(৪৩)।

অপর আসামিরা হলেন মো. আয়নাল হক(২৮), ইমন মিয়া(২২), মো. আনোয়ার(৪৫), সোহেল মিয়া(২৩), কামরুল (২৫)। ঘটনা রাতেই অভিযান চালিয়ে মামলার এজহারভুক্ত সাত নম্বর আসামি ইমন মিয়াকে(২২) গ্রেফতার করে পুলিশ।
 
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা রুজু করা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মবের চাপে প্রশাসন
বেরোবিতে আউটকাম বেসড এডুকেশনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
গঙ্গাচড়ায় দলিল লেখকদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কালীগঞ্জে গ্রাম আদালতবিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
বাউফলের প্রধান শিক্ষক সোহেল মল্লিকের যত অপকর্ম

সর্বাধিক পঠিত

এখতিয়ার বহির্ভুত সংবাদ সম্মেলনে ধরাশায়ী উদীচীর বদিউর
আদালতের নির্দেশ অমান্য করে বাড়ি দখলের চেষ্টা
চুয়াডাঙ্গা পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধারের এক মাস পর সাত সহকর্মীর নামে মামলা
সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত, শৃঙ্খলা ভঙ্গের অপচেষ্টা বরদাশত করা হবে না
বিএনপি যুগোপযোগী উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা চালু করবে: ওবায়দুর রহমান চন্দন

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close