ফিলিস্তিনের গাজা ও রাফার ওপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে ফরিদপুরের সালথায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) বেলা ১১টায় সালথা সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজের সামনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সালথা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সামচুল হক সবুজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল নেতা আনিছুর রহমান তাজুল, রেজাউল ইসলাম রাজ, সাইফুল আলম, সাব্বির আহমেদ রাকিব, সোহাগ হোসেন, সালথা কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. মাসুম বিল্লাহ, সহসভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, প্রচার সম্পাদক আশরাফুল ইসলামসহ অত্র কলেজের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা, গাজা ও রাফার ওপর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা ইসলামী দেশগুলোকে গাজা ও রাফার মুসলিম ভাই-বোনদের ইসরায়েলি আগ্রাসন হতে মুক্ত করতে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান। তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে এই যুদ্ধ বন্ধ করতে পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন। এছাড়াও বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনগণের প্রতি ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেন।
কেকে/এএস