বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী দেশি-বিদেশি উদ্যোক্তাদের স্বাগত জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, রাসুল (সা.) নিজেও একজন সফল ব্যবসায়ী ছিলেন। সৎ ও আমানতদার ব্যবসায়ীদের কিয়ামতের দিন নবি, সিদ্দীক ও শহিদদের সঙ্গে থাকার ঘোষণা ইসলামে ব্যবসার মর্যাদা প্রতিষ্ঠা করেছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত বৈঠকে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
চলমান আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে আগত বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ, ধর্মপ্রাণ মানুষের দেশ। এখানে সহিংসতা নয়, বরং ধর্মীয় অনুপ্রেরণায় সততা, কর্তব্যনিষ্ঠা ও শান্তিপূর্ণ সহাবস্থানের চর্চা রয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতিও স্থিতিশীল। সবদিক মিলিয়ে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য উপযুক্ত একটি গন্তব্য।
তিনি আরো বলেন, আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছি। ইসলামী আন্দোলন একটি সংস্কারমুখী রাজনৈতিক শক্তি হিসেবে, দেশের উন্নয়ন ও স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ গঠনে সবসময় সহযোগিতা করবে।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমাদ আব্দুল কাইউমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কেকে/এএম