শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি      রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      
দেশজুড়ে
আওয়ামী লীগের কার্যালয় এখন ফার্নিচার কারখানা
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ১:৩৩ পিএম আপডেট: ০৫.০৪.২০২৫ ৫:৩২ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

রাজনৈতিক শূন্যতায় অরক্ষিত সম্পদ, অভিভাবকহীনতায় অবৈধ দখলদারি সরকার পতনের মাত্র দুই মাসের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা আওয়ামী লীগের নির্মাণাধীন দলীয় কার্যালয় আজ অবৈধ দখলদারদের হাতে। নির্মাণকাজ এখনো এক তলাও পূর্ণাঙ্গভাবে শেষ না হলেও ভবনের নিচতলা দখল করে চালানো হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম—প্রতিষ্ঠিত হয়েছে একটি ফার্নিচার কারখানা।

দলীয় সূত্র ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভবনটি ২০২৩ প্রতিষ্ঠিত হয়েছিল সংগঠনের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে। অথচ রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও সাংগঠনিক অভিভাবকত্ব হারিয়ে ফেলায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে গেছে সাধারণ ব্যবসায়ীদের হাতে। এই দখলদারি স্থানীয় আওয়ামী লীগের অব্যবস্থাপনা ও নেতৃত্বের শূন্যতার নগ্ন বহিঃপ্রকাশ।

স্থানীয় দুই ব্যবসায়ী আশরাফ উদ্দিন ও মোস্তফা মিয়া, দলীয় কোনো অনুমোদন বা ভাড়া ছাড়াই, গত অক্টোবর মাস থেকে ভবনের দুটি ইউনিট দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। নির্মাণ অসম্পূর্ণ হলেও নিচতলার ব্যবহারযোগ্য অংশকে তারা কার্যত আত্মসাৎ করে ফেলেছেন।

দখলদার আশরাফ উদ্দিন বলেন, ভবনটি ফাঁকা পড়ে ছিল। এখানে মানুষজন পস্রাব-পায়খানা করত। পরিবেন নষ্ট হতো বলে আমি কারখানা দিয়েছি।

মোস্তফা মিয়া বলেন, জায়গা খালি ছিল দেখে কাজে লাগিয়েছি। কাউকে কিছু বলার প্রয়োজন মনে করিনি।

এই বক্তব্যে প্রতিফলিত হয়েছে রাজনৈতিক শূন্যতার সুযোগে কীভাবে সংগঠনের নিয়ন্ত্রণ হারিয়ে যায়,আর ক্ষমতা হারালে দলের অস্তিত্ব কীভাবে হয়ে পড়ে গৃহহীন, অভিভাবকহীন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম ভিপি মুছা বলেন, দলীয় অফিস দখল করে বাণিজ্য করা কোনো রাজনৈতিক সৌজন্যের মধ্যে পড়ে না। এটা দায়িত্বহীনতা ও অনৈতিকতার চূড়ান্ত দৃষ্টান্ত।

এ বিষয়ে কথা বলার জন্য বাঞ্ছারামপুর আওয়ামী লীগের কেউ কথা বলতে রাজি হয়নি। এ নিয়ে কেউ কথা বলবে, সেরকম দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।

এই অবস্থা আওয়ামী লীগের জন্য আত্মসমালোচনার বড় কারণ। এটি দলটির তৃণমূল পর্যায়ে সাংগঠনিক অবক্ষয়, নেতৃত্বহীনতা ও সম্পদ ব্যবস্থাপনায় চরম ব্যর্থতার প্রতীক।

এক সময় যে দল ক্ষমতায় থেকে দেশ চালিয়েছে, আজ তাদের স্থানীয় কার্যালয় রক্ষা করতেও ব্যর্থ—এটাই বাস্তবতা। ক্ষমতা হারানোর সঙ্গে সঙ্গে তৃণমূলের অবকাঠামোও কীভাবে ভেঙে পড়ে, বাঞ্ছারামপুরের দলীয় কার্যালয় যেন তার জীবন্ত উদাহরণ।

এ যেন রাজনৈতিক পরিণতির এক নির্মম প্রতিচ্ছবি—যেখানে দল ক্ষমতার সিংহাসন থেকে নামার পর নিজেদের ঘরও আর নিজেদের থাকে না।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পাংশায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৪
ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে ডিআইইউতে সেমিনার
‘শিল্পীর দূরদৃষ্টিতে ফেলনা বলতে কিছু নেই’
উখিয়ায় জামায়াতের পথসভায় জনস্রোত
বিএনপি ক্ষমতার রাজনীতি করে না: চন্দন

সর্বাধিক পঠিত

সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন গ্রেফতার
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র
গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close