রবিবার, ৩ আগস্ট ২০২৫,
১৯ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

রবিবার, ৩ আগস্ট ২০২৫
শিরোনাম: এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ      নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি      এক দফা ঘোষণা      চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি      রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      
দেশজুড়ে
নওগাঁর নজিপুরে ব্রিলিয়ান্সের মিলনমেলা অনুষ্ঠিত
আব্দুর রউফ পাভেল, নওগাঁ
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৯:৩২ পিএম

‘এসো মিলি প্রাণের টানে প্রাণ সঞ্চার হোক জনে জনে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নওগাঁর নজিপুরে ব্রিলিয়ান্স টিউটোরিয়ালসের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) ব্রিলিয়ান্স বেসরকারি স্কুল অ্যান্ড কলেজের সার্বিক সহযোগিতায় কর্মসূচির প্রথমেই একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে ব্রিলিয়ান্স ভবনে প্রতিষ্ঠানের সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাররুখ হোসেন, মুনতাহা মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মাসউদ ও আবু তাহের প্রমুখ।

এ ছাড়া প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাসুদ রানা, পরিচালক মুত্তালিব হোসেন, সবুজ কুমার মন্ডল, আল মাহমুদ, প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এ সময় প্রতিষ্ঠানের সভাপতি প্রতিষ্ঠানের শুরু থেকে বর্তমান পর্যন্ত অর্জিত সফলতার ইতিহাস তুলে ধরেন। মূলত নজিপুরের বেহাল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে তুলে আনতে এবং স্থানীয় মেধাবিদের যুগোপযোগী নির্দেশনা প্রদানের মাধ্যমে প্রকৃত শিক্ষায় গড়ে তুলতেই এমন শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা। বর্তমানে নজিপুরের অনেক মেধাবি শিক্ষার্থীরা ব্রিলিয়ান্সের সঠিক দিক নির্দেশনায় নিজেদের মেধাকে সঠিকভাবে প্রয়োগ করার মাধ্যমে তারা আজ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পেয়েছে। এটাই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সফলতা বলে উল্লেখ করে আগামীতেও প্রতিষ্ঠানের এ ধরণের কর্মকাণ্ড অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন তিনি।

এ ছাড়াও অন্যান্য বক্তারা প্রকৃত শিক্ষায় নিজেকে শিক্ষিত করে দেশের জন্য নিজেকে একজন সফল, সার্থক ও নিরাপদ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের আহ্বান জানান। এ সময় নৈতিকতা সম্পন্ন শিক্ষায় নজিপুরের শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে আগামীতেও ব্রিলিয়ান্স তার বর্তমান ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

কেকে/এএম 



মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ
নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি
এক দফা ঘোষণা
ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে মা—ছেলের মৃত্যু
‘জনগণই খুনি হাসিনাকে গণভবন থেকে নামিয়ে এনেছে’

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরের প্রভাবশালী আ.লীগ নেতা পঁচা দেলু গ্রেফতার
উখিয়ায় জামায়াতের পথসভায় জনস্রোত
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
‘শিল্পীর দূরদৃষ্টিতে ফেলনা বলতে কিছু নেই’
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close