বাংলাদেশ জামায়াতে ইসলামী লাখাই উপজেলা শাখার উদ্যোগে আনন্দঘন ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের উপস্থিতিতে এক বিশাল মিলনমেলার সৃষ্টি হয়।
বুধবার (২ এপ্রিল) দুপুর ৩টার দিকে লাখাই উপজেলার বামৈ আব্দুর রহিম চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা লুৎফুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ও হবিগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমদ।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ মুহাম্মদ শহিদুল্লার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— জেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্ম পরিষদ সদস্য শামসুর রহমান, হবিগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামীর আমির আতিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিবুর রহমান মুহিব, হবিগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মো. লায়েক আহমেদসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় জামায়াতে ইসলামীর নেতারা বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, বরং এটি পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক। এই ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।
পরে লাখাই উপজেলা শাখার সভাপতি লুৎফুর রহমান ভূঁইয়া ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।
কেকে/এএম