সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
রাজনীতি
ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ২:৩০ পিএম

নাটোরের লালপুরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে সাতজন আওয়ামী লীগ সমর্থককে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ মার্চ) উপজেলার লালপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর চিনি বটতলা ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—রামকৃষ্ণপুর গ্রামের লোকমান মণ্ডলের ছেলে সাব্বির হোসেন (২৪), মো. আরজেত আলীর ছেলে সুজাত আলী (৩৫), আয়ুব উদ্দিন মণ্ডলের ছেলে মো. হায়াত উদ্দিন (৭০), বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে মো. জিয়াউর রহমান (৪৭), খোলা কাগজের লালপুর প্রতিনিধি উত্তর লালপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে তুষার ইমরান (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা রামকৃষ্ণপুর ঈদগাহে ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় বিএনপির সমর্থকদের সঙ্গে তাদের পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটে। এতে সাব্বির নামে এক বিএনপি সমর্থক আহত হন। পরে পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগ সমর্থকেরা বিএনপি সমর্থকদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করেন। এতে সুজাত নামে এক বিএনপি সমর্থক গুলিবিদ্ধ হন। এ ছাড়া এ ঘটনায় সাংবাদিকসহ মোট পাঁচজন আহত হন। পরে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অন্বেষা সরকার বলেন, আহত পাঁচজনের মধ্যে সুজাত আলী নামে একজন পায়ে গুলিবিদ্ধ। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসাপত্র দেওয়া হয়েছে।

এ ঘটনায় রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন ঝুলফুর ছেলে মুন, জরিপের ছেলে দ্বীপ, খায়রুল বাসার ভাদুর ছেলে লিপু, পল্টনসহ সাতজনকে আটক করেছে যৌথ বাহিনী। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজন আওয়ামী লীগ সমর্থককে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় গুলিবিদ্ধ বিএনপি কর্মী সুজাত বলেন, ঈদের নামাজ পর আওয়ামী নেতা-কর্মীরা “জয় বাংলা” স্লোগান দিলে স্থানীয় মুসল্লি ও বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে তাদের তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি চালালে আমার পায়ে গুলি লাগে।

এর প্রতিবাদে তাৎক্ষণিক উপস্থিত লালপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও মুসল্লিরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম লুলু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা এ টি এম জাহিদুল আলম ডলার, মো. জিয়াউর রহমান, আলাউদ্দিন প্রমুখ।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনার রশিদ পাপ্পু বলেন, স্বৈরাচারী হাসিনার দোসরেরা আবারো দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। আওয়ামী লীগ ক্যাডার রবিউল ইসলাম রবির নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি করা হয়েছে। এদের রাজনৈতিক ও সামাজিকভাবে বয়কট করতে হবে। অতি দ্রুত অস্ত্রধারী এই সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রশাসনের জোর দাবি জানাচ্ছি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। যাচাই-বাছাই করে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কেকে/এএম



আরও সংবাদ   বিষয়:  ঈদগাহ   জয় বাংলা স্লোগান   আওয়ামী লীগ-বিএনপি   সংঘর্ষ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ধর্মের অপব্যবহার বাড়ছে
পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপির কর্মী সভা
বাড়ছে লাশের মিছিল
চুয়াডাঙ্গায় বিষাক্ত চোলাই মদ খেয়ে ৬ জনের মৃত্য
মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close