শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      
দেশজুড়ে
আইন প্রয়োগ করলেই হবে না, আইন মান্য করতে হবে: জিএমপি কমিশনার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৫:১৭ পিএম আপডেট: ২৭.০৩.২০২৫ ৫:২৯ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) নানা প্রস্তুতি গ্রহণ করেছে। শুধু আইন প্রয়োগ করলেই হবে না, জনসাধারণকেও আইন মান্য করতে হবে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) চান্দনা চৌরাস্তা এলাকায় বেলা ১১টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জিএমপি কমিশনার ড. মো. নাজমুল করিম খান বলেন, জনগণ আইন মান্য করলে তাহলেই শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।

তিনি বলেন, মহাসড়কে অটোরিকশা উঠানো যাবে না। নির্দিষ্ট স্থান থেকে অন্তত ১০০ মিটার দূরত্বে অটো রিকশা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যারা অটোরিকশা ব্যবহার করবেন তাদের সচেতন থাকতে হবে। প্রয়োজনে পায়ে হেঁটে মহাসড়ক পারাপার করতে হবে। মহাসড়কে কোনোভাবেই অটোরিকশা উঠানো যাবে না।

কমিশনার আরো জানান, আসন্ন ঈদ উপলক্ষ্যে যানজট নিরসনে মহাসড়ক দখলমুক্ত রাখা, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধসহ সার্বিক নিরাপত্তায় জিএমপি পুলিশ সদস্যরা নিয়মিত কাজ করছে। এছাড়া পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলও (ভলান্টিয়ার) সহায়তা করছে। ছিনতাই প্রতিরোধে সাদা পোশাকে কাজ করছে পুলিশ সদস্যরা।

ড. নাজমুল করিম খান বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। যানবাহন যেন চলন্ত থাকে, রাস্তায় কোথাও থামা যাবে না। সামান্য থামলেই দীর্ঘ যানজট তৈরি হয়। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার ৫০০ পুলিশ অফিসার কাজ করছেন। পাশাপাশি সিটি কর্পোরেশন থেকে ভলান্টিয়ার সরবরাহ করা হয়েছে।

তিনি আরো জানান, ঈদের সময় পণ্যবাহী ট্রাক মহাসড়কে চলাচল করতে পারবে না। তবে জরুরি প্রয়োজনে শুধুমাত্র সবজিবাহী ট্রাক চলাচল করতে পারবে। মহাসড়কের আশপাশে কোথাও পার্কিং করা যাবে না। চালকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানে সেখানে পার্কিং করবেন না। আপনারা সহযোগিতা করুন, আমরাও সর্বোচ্চ চেষ্টা করব যাতে ঘরমুখো মানুষ সহজেই বাড়ি যেতে পারে।

কমিশনার জানান, যানজট মনিটরিংয়ে জিএমপির ড্রোন সার্ভিস কাজ করবে। কোথাও যানজট সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, শুধু আইন প্রয়োগ নয়, আইন মান্য করলেই ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হবে।

কেকে/এএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফের পিএস বিতর্কে আসিফ
ভাগ পেতেন ডিসি-এসপিরাও
রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই
কুমিল্লায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close