বুধবার, ২৩ এপ্রিল ২০২৫,
১০ বৈশাখ ১৪৩২
বাংলা English

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
শিরোনাম: প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে লজ্জার হার বাংলাদেশের      কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার      সিদ্ধান্ত পাল্টে ফের আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা      ‘রোহিঙ্গা সংকট কেবল একটি মানবিক সমস্যা নয়, বহুমাত্রিক সংকট’      জিম্বাবুয়েকে মাত্র ১৭৪ রানের টার্গেট দিল বাংলাদেশ      অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা      আসামি গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লাগবে না অনুমতি: হাইকোর্ট      
গ্রামবাংলা
ধর্ষণের শিকার স্কুলশিক্ষার্থী, মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১০:৫৫ পিএম  (ভিজিটর : ১৮৭)
গ্রেফতারকৃত ধর্ষক হৃদয় হোসেন। ছবি: প্রতিনিধি

গ্রেফতারকৃত ধর্ষক হৃদয় হোসেন। ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ভুক্তভোগী স্কুলশিক্ষার্থী।

মঙ্গলবার (২৫ মার্চ) আসামি হৃদয় হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে, রবিবার (২৩ মার্চ) ভুক্তভোগীর ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। 

মামলার আসামিরা হলেন হৃদয় হোসেন ও তার দুই ভাই জসিম উদ্দিন (৩৩) এবং সুজন মিয়া (৩০)। ইতোমধ্যে হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ, তবে অন্য দুই আসামি পলাতক।

পরিবারের অভিযোগ, হৃদয় হোসেন (২৫) নামের এক যুবক দীর্ঘদিন মেয়েটিকে উত্যক্ত করছিল। ১৩ মার্চ রাতে চেতনানাশক প্রয়োগ করে অপহরণের পর তাকে এক সপ্তাহ আটকে রেখে ধর্ষণ করা হয়। বিষয়টি কাউকে জানালে হত্যা ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

১৯ মার্চ মেয়েটিকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। মানসিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকরা ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্যসেবা হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন।

ভুক্তভোগীর মা বলেন, আমার মেয়ের জীবন ধ্বংস করে দিয়েছে, আমি আসামিদের ফাঁসি চাই। পরিবারটি দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে এবং মেয়েটির চিকিৎসার ব্যয়ভার নিয়ে দুশ্চিন্তায় আছে।

হাসপাতালের গাইনি ওয়ার্ডের চিকিৎসক রুমা আক্তার জানান, ধর্ষণ ও ভয়ভীতির কারণে মেয়েটি মানসিক ভারসাম্য হারাতে পারে বলে ধারনা করা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় মানসিক স্বাস্থ্যসেবা হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

শিবালয় থানার ওসি মো. কামাল হোসেন জানান, হৃদয়কে আজ গ্রেফতার করা হয়েছে, অন্য দুই আসামিকে ধরতে অভিযান চলছে। আগামীকাল মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষা শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  ধর্ষণ   স্কুলশিক্ষার্থী   মানসিক ভারসাম্য  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে লজ্জার হার বাংলাদেশের
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে জরিমানা
বেরোবিকে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়তে চাই: উপাচার্য
মানুষ আমাকে ‘শাকিব খানের বউ’ বলে ডাকে: সুমাইয়া রিমু
মতলব উত্তরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস্টার প্রশিক্ষণে অনিয়ম

সর্বাধিক পঠিত

প্রশিক্ষণ ছেড়ে আন্দোলনে শিক্ষক, সাংবাদিককে থানায় প্রবেশে বাঁধা
রায়গঞ্জে প্রতিবন্ধী স্বামীকে নিয়ে সুফিয়ার মানবেতর জীবন
গজারিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা
নিয়মিত বেতন নিলেও কলেজে আসেন না শিক্ষকরা
সাময়িক বরখাস্তের পর চূড়ান্ত অপসারণের পথে ইউপি চেয়ারম্যান

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close