সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
দেশজুড়ে
লামায় রাবার প্রসেসিং ফ্যাক্টরি স্থাপনে পরিবেশের চরম বিপর্যয়ের আশংকা
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ মার্চ, ২০২৫, ৮:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের লামায় খালের উৎপত্তিস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতির মাঝখানে রাবার প্রসেসিং ফ্যাক্টরি স্থাপনে পরিবেশের চরম বিপর্যয়ের আশংকা থেকে বাঁধা দিয়ে আসছে স্থানীয় লোকজন। সবুজ বনাঞ্চল, জীববৈচিত্র্য ও পানির উৎস রক্ষায় ফ্যাক্টরি স্থাপন না করতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছিল তারা। এদিকে পরিবেশ বিপর্যয়ের দিক তুলে ধরে গণমাধ্যমে প্রচুর লেখালেখিও হয়েছে। 

শনিবার (২২ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন করেন ঘটনার সত্যতা পর্যালোচনা করতে লামা উপজেলা প্রশাসন ও বান্দরবান পরিবেশ অধিদফতরের যৌথ একটি টিম। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরি নির্মাণে পরিবেশ অধিদফতরের কাছে করা আবেদনটি তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়ে বলেন, ‘পরিবেশ অধিদফতর ছাড়পত্র দিলে ফ্যাক্টরি নির্মাণে কোন বাঁধা নেই।’ 

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, বান্দরবান পরিবেশ অধিদপতরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম, সাংবাদিক ও স্থানীয় লোকজন। প্রস্তাবিত ফ্যাক্টরির জায়গায় প্রশাসন উপস্থিত হলে স্থানীয় অনেক লোকজন সেখানে আসে। এসময় লামা রাবার ইন্ডাস্ট্রিজ ম্যানেজার আরিফকে তাদের ভাড়াটিয়া লোকজন স্থানীয় লোকজনের সাথে উদ্বুদ্ধপূরণ আচরণ করতে দেখা যায়। 

স্থানীয় বাসিন্দা রেংপাও মুরুং বলেন, লামায় সরই ইউনিয়নে আন্ধারী খালে উৎপত্তিস্থলে বিশাল রাবার ফ্যাক্টরি নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেছে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এতে স্থানীয় কয়েক হাজার পাহাড়ী বাঙ্গালি জনসাধারনের কৃষি মৎস্য চাষ ও দৈনন্দিন প্রয়োজন পুরণের একমাত্র পানির প্রাকৃতিক উৎস আন্ধারী খাল এর পানি দূষনের আশঙ্কা রয়েছে। 

ওই এলাকার বাসিন্দা মো. ফিরোজ, আনোয়ার হোসেনসহ অনেকে বলেন, খালটি সুপীয় পানির একমাত্র উৎস। লামা রাবার ইন্ডাস্ট্রিজের ১৬শত একর জমি থাকতেও তারা চারপাশে শিক্ষা প্রতিষ্ঠান আছে এমন জায়গায় কেন ফ্যাক্টরি বানাতে হবে? তারা চায় আমরা সবাই চাষাবাদ করতে না পেরে এলাকা ছেড়ে চলে যাই? তারা পাহাড় কেটে ফ্যাক্টরি করলেও পরিবেশ অধিদফতর চুপ করে আছে। পুরো খালে সব নীতিমালা মেনে লামা রাবার ফ্যাক্টরি স্থাপন করলে বাস্তবে রুপ ভিন্ন,সরেজমিনে পরিদর্শন করলে থলের বিড়াল বেরিয়ে আসবে।

সরজমিনে গেলে স্থানীয় লোকজন জানায়, এই ফ্যাক্টরি নির্মান করা হচ্ছে জনবসতি, আবাসিক ও স্কুল ক্যাম্পাস এর খুব কাছেই। অনতিবিলম্বে ফ্যাক্টরি অন্যত্র স্থাপনের জোর দাবি জানান সরই এর জনগণ। 

বান্দরবান পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, পরিবেশের ক্ষতি হয় এমন কাজে ছাড়পত্র দেয়া হবেনা। পাহাড় কেটে ফ্যাক্টরি নির্মাণে কোন পদক্ষেপ নেয়া হবে কিনা এমন প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান। 

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  লামা   রাবার   ফ্যাক্টরি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গাজায় যুদ্ধ শেষ, মধ্যপ্রাচ্য এখন স্বাভাবিক : ট্রাম্প
ধর্মের অপব্যবহার বাড়ছে
পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপির কর্মী সভা
বাড়ছে লাশের মিছিল
চুয়াডাঙ্গায় বিষাক্ত চোলাই মদ খেয়ে ৬ জনের মৃত্য

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close