বনখেকোদের প্যারাবন দখলের চেষ্টা ব্যর্থ করলো বনবিভাগ
মো. নেজাম উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৮:০৫ পিএম

ছবি : খোলা কাগজ
প্যারাবন দখলের অপচেষ্টা ব্যর্থ করলো বনবিভাগ। প্যারাবন কেটে বনের জমি দখলকালে কক্সবাজারের মহেশখালীতে বনবিভাগের অভিযানে ৩০ একর বনের জমি জবরদখল মুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল থেকে কক্সবাজার উপকূলীয় বনবিভাগের মহেশখালী রেঞ্জ ও গোরকঘাটা রেঞ্জের যৌথ অভিযানে গোরকঘাটা ৪নং ওয়ার্ড়ের দিনেশপুর এলাকার জেএমঘাট বিটে ৩০ একর বনের জমি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. আয়ুব আলী।
বনবিভাগ সূত্রে জানা যায়, মহেশখালী এলাকায় গোরকঘাটা দিনেশপুর এলাকায় প্যারাবন কেটে মাছেরঘের করার পায়তারা করছিল একদল বনখেকো। গোপন সংবাদ পেয়ে সকালে অভিযান পরিচালনা করে প্রায় ৩০ একর বনের জায়গা জবরদখল মুক্ত করা হয় । এ অভিযান চলমান থাকবে বলে জানান।
গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. আয়ুব আলী জানান, মহেশখালীতে মাছের চাষ বেশি হয়। এখন মাছ চাষের মৌসুম। বনখেকোদের একটি দল প্যারাবন কেটে মাছের ঘের করার পায়তারা করছিল। আমরা তা জানতে পেরে নৌবাহিনী ও স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় বনের জায়গাগুরো উদ্ধার করি। ওখানে আবারো প্যারাবন করা হবে। যারা দখল করার অপচেষ্টা করেছে যাচাই করে তাদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এজে