শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      
দেশজুড়ে
মোরেলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় বসতঘর ভাংচুর-লুটপাট
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৪:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যর বসতবাড়িতে হামলা ভাংচুর লুটপাট করেছে কিশোর গ্যাংয়ের দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বরইতলা গ্রামে। শনিবার রাত সাড়ে ১১টায় পুলিশ ও  সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রোববার (৩ নভেম্বর) এ ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজিবুর রহমান বাদি হয়ে আরমান মৃধাসহ ১৫ জন ও অজ্ঞাত ১৫০ জনের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।  

এ অভিযোগে জানা গেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের বরইতলা গ্রামে শনিবার রাত ৮টার দিকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজিবুর রহমানের গ্রামের বসতবাড়িতে ২ শতাধিক কিশোর গ্যাংয়ের সংঘবদ্ধ দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
এ সময় অবসরপ্রাপ্ত সেনা সদস্যর ছেলে নাসির উদ্দিন সঞ্জু, স্ত্রী রাবেয়া বেগম, ৫ বছরের শিশু কন্যা সুবা জীবন রক্ষায় বসতঘরের পিছনে মৎস্য ঘেরের ভেরিতে পালিয়ে থেকে জীবন রক্ষা পায়।

হামলাকারিরা এ সময় বসতঘর কুপিয়ে তছনছ তান্ডব চালায় প্রায় ২ ঘন্টা ধরে। ঘরে থাকা নগদ ৮৭ হাজার টাকা, স্বর্ণালকার, আসবাবপত্র, একটি হোন্ডা লিভো মোটরসাইকেল লুটে নিয়ে প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পরে তারা পাসেই আউয়াল হাওলাদারের বসতগৃহেও হামলা করে সরকারি বরাদ্দ পাওয়া পানির ট্যাংকি কুপিয়ে ভাংচুর করে দুটি ছাগল নিয়ে যায়।

অবসরপ্রাপ্ত সেনা সদস্যর ছেলে নাসির উদ্দিন সঞ্জু ও স্ত্রী রাবেয়া বেগম বলেন, ১০০ থেকে ১৫০ জন কিশোর গ্যাং সন্ত্রাসী বাহিনী নাসির উদ্দিন সঞ্জুর নাম ধরে বাড়িতে প্রবেশ করে ইট পাটকেল ছুড়তে থাকে। প্রাণের ভয়ে পালিয়ে মৎস্য ঘেরের ভেরিতে রাতযাপন করে বেঁচে যাই। আমরা আওয়ামী লীগ করি এটাই কি অপরাধ? মাছ বিক্রির ৮৭ হাজার টাকা, মোটরসাইকেল, স্বর্ণালকারসহ মালামাল লুট করে নিয়েছে। ঘরে পানি খাওয়ার গ্লাসটিও রেখে যায়নি ওরা। প্রশাসনের কাছে ন্যয় বিচার চাই।

স্থানীয় গ্রামবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল হাওলাদার, মাসুদ রানা, লাল বরু বিবি, আউয়াল হাওলাদার বলেন, স্বাধীনতার পরে এ ধরনের হামলা দেখিনি। এভাবে কি কেউ লুট করে? আমরা গ্রামবাসীরা প্রশাসনের কাছে বিচার চাই।

এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নাজমুল্লাহ বলেন, বরইতলা গ্রামে হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটির তদন্ত চলছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। ওই রাতেই  খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফের পিএস বিতর্কে আসিফ
ভাগ পেতেন ডিসি-এসপিরাও
রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই
কুমিল্লায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close