লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীর তীরে একটি কার্টুন বক্সের ভেতর থেকে সদ্যোজাত এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া এলাকায় এই ঘটনা ঘটেছে।
নদীর ধারে খেলা করা এক কিশোর হঠাৎ দেখতে পায় স্রোতের সঙ্গে একটি কার্টুন বক্স ভেসে যাচ্ছে। কৌতূহলবশত সে কার্টুনটি খুলতেই তার চোখ কপালে ওঠে। ভেতরে পলিথিনে মোড়ানো একটি নবজাতকের নিথর দেহ। এই হৃদয়বিদারক দৃশ্য দেখে সে চিৎকার করে ওঠে এবং তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। এই শিশুটির পৃথিবীর আলো দেখার আগেই তাকে কেন এভাবে বিদায় নিতে হলো, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সবার মনে।
পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাদু মিয়া বলেন, এমন অমানবিক ঘটনা আমাদের এলাকায় আগে কখনো ঘটেনি। আমরা চাই পুলিশ তদন্ত করে এর পেছনের আসল কারণ খুঁজে বের করুক।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী জানান, নবজাতকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি। এই ধরনের জঘন্য কাজের সঙ্গে যারা জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।’
কেকে/ এমএস