সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
দেশজুড়ে
ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমিতে ক্যাডেটদের পাসিং আউট অনুষ্ঠান
শরিফ শিকদার, কাপাসিয়া (গাজীপুর)
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৮ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির ১৩ম ব্যাচ প্রিসি ক্যাডেটদের পাসিং আউট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে একাডেমির স্থায়ী ক্যাম্পাস পূবাইল গাজীপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বছর ১৩তম ব্যাচের ৭৯ জন ক্যাডেট নটিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে উত্তীর্ন হয়েছেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন অধিদফতরের কমডোর মোহাম্মদ মাকসুদ আলম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নৌ-পরিবহন মন্ত্রনালয়, নৌ-পরিবহন অধিদফতরের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, মেরিন প্রশিক্ষক এবং মেরিন প্রশাসনের পদস্থ সরকারি ও বেসরকারি ব্যক্তিবর্গ।

এ ছাড়াও পাসিং আউট ক্যাডেটদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির কমান্ড্যান্ট, ক্যাপ্টেন জাকি আহাদ তার শুভেচ্ছা ভাষণে সম্মানিত অতিথিগণকে মেরিটাইম শিক্ষার প্রসার ও অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। তিনি প্রতিষ্ঠানের প্রশিক্ষনের সুযোগ সুবিধা ও অগ্রগতি
সম্পর্কে অতিথিগনকে অবহিত করেন ।

সার্বিক কৃতিত্বের জন্য স্বর্ণপদক প্রাপ্ত হয়েছেন ইঞ্জিনিয়ার ক্যাডেট ইকবাল আহমেদ। শ্রেষ্ঠ নটিক্যাল ক্যাডেট হিসাবে সিলভার পদক প্রাপ্ত হয়েছে ক্যাডেট মো. আশ্রাফ হোসেন এবং শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার ক্যাডেট হিসেবে ক্যাডেট নাইমুল ইসলাম রুপক। ক্যাডেটদের ঐতিহ্যবাহী কুচকাওয়াজের মাধ্যমে পাসিং আউট অনুষ্ঠানের সমাপ্তি হয় ।

অনুষ্ঠান শেষে ক্যাপ্টেন সুব্রত কুমার সাহা, ডেপুটি কমান্ড্যান্ট, ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি প্রথম ব্যাচ পাসিং আউট সিরিমনি উদযাপন করেছিল ২০২০ সালের ১লা মার্চ । পরবর্তীকালে ১২তম ব্যাচ ক্যাডেট এবং ৯ম ব্যাচ রেটিংসের পাসিং আউট সিরিমনি অনুষ্ঠিত হয়।

বর্তমানে প্রিসি ক্যাডেটের ১৪তম ব্যাচে ৭৯ জন ক্যাডেট প্রশিক্ষণরত রয়েছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির প্রশিক্ষন, সমুদ্র পরিবহন অধিদফতরের অনুমোদিত পাঠ্যক্রম অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। এটা বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। ক্যাডেটগণ দুই বছরের প্রশিক্ষণ শেষে ক্যাডেট হিসেবে মেসার্স হক অ্যান্ড সন্স-এর ব্যবস্থাপনায় স্বনামধন্য বিদেশি কোম্পানিতে যোগদান করবে। তারা তাদের বেতন আন্তর্জাতিক বেতন স্কেলে অর্জন করবে।

কেকে/এমে



মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close