পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ৮ বিভাগের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে গাজীপুরের কালিয়াকৈরে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদ। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ছিলেন সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান।
বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আলমগীর হোসেন শান্ত, কালিয়াকৈর ডিগ্রি কলেজের বিভাগীয় প্রধান সাইদুর রহমান, পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের সভাপতি সোলাইমান, সাধারন সম্পাদক মোতালেব হোসেন প্রমুখ।
এ সময় কালিয়াকৈর উপজেলার সুধীজন, স্থানীয় সাংবাদিক ও ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টটি ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
কেকে/এজে