জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রিন্সিপাল মরহুম অধ্যাপক আশরাফ আলী খানের সহধর্মিনী এবং এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রকৌশলী মোস্তফা ই জামান সেলিম (সিআইপি)-র শাশুড়ি আয়েশা খানম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ সোমবার (২৮ শে আগস্ট ২০২৪) সকাল ১১:৫০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ১ ছেলে, ৩ কন্যা সন্তান, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুন গ্রাহী রেখে গেছেন।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাব এর সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ সহ এ্যাব এর সকল নেতৃবৃন্দ।
শোকবার্তায় বলেন, মরহুমা আয়েশা খানমের ইন্তেকালের খবরে আমরা গভীরভাবে শোকাহত, মর্মাহত ও ব্যথিত। মরহুমা ছিলেন একজন সফল মাতা। তার মৃত্যুতে পরিবার তাদের একজন অভিভাবক হারালো। মরহুমার সহজ সরল জীবন যাপন ও ধর্মীয় মূল্যবোধ অনেকের জন্য অনুকরণীয়। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজনসহ সংশ্লিষ্টদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন মরহুমা আয়েশা খানমকে বেহেস্ত নসিব করেন, এই দোয়া করি।
উল্লেখ্য, মরহুমার নামাজে জানাজা আজ বাদ আছর কল্যাণপুর বড় মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় নিজের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা করা হবে।
কেকে/এমআই