সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
রাজনীতি
দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ দাবিতে গণতন্ত্র মঞ্চের সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ জনদুর্ভোগ কমানোর দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ।


মঙ্গলবার ( ২৪  ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুরানা পল্টন মোড়ে সমাবেশ ও পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

সমাবেশে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, বাজার পরিস্থিতি বেসামাল। সাড়ে চারমাস পার হলেও বাজার নিয়ন্ত্রণে সরকার ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। মুনাফাখোর ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের দৃশ্যমান কোনো ব্যবস্থা নেই।


তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিও নাজুক। দেশে লোমহষর্ক ঘটনা ঘটছে। এক ধরনের সামাজিক নৈরাজ্য দেখা দিয়েছে । সরকার জরুরি ভাবে এই সকল সংকটের সমাধান করতে হবে। 

সমাবেশে মাহমুদুর রহমান মান্না বলেন,  সরকার ভালো কিছু দেখাতে পারছে না। রাজনৈতিক দলগুলোর সমর্থনে সরকারটিকে থাকলেও রাজনৈতিক দলসমূহের সাথে খোলামেলা কথা বলেনা।

তিনি বলেন, সরকারের মধ্যে আবার নানা সরকার কাজ করে।তিনি বলেন সমস্যা নিয়ে খোলামেলা কথা হলে সমস্যার সমাধানও বের করা যায়।

সমাবেশে সাইফুল হক বলেন, সরকারকে আমরা সমর্থন দিয়ে আসছি বলে মানুষ এখনও সরকারকে  সহ্য করছে।

তিনি প্রশ্ন করেন,  ফ্যাসিস্টরা বিদায় নেবার পর আবার কেন আমাদেরকে রাজপথে নামতে হবে। তিনি মানুষের ধৈর্যের পরীক্ষা না নিতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন ক্ষুধার্ত পেটে সংস্কারের টেবলেট হজম হবেনা।তিনি সংস্কারকে নির্বাচনের বিপরীতে হাজির না করতে আহ্বান জানান।

শেখ রফিকুল ইসলাম বাবলু কুমিল্লায় প্রবীণ মুক্তিযোদ্ধার  অপমানের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং  বলেন এটা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার সামিল।তনি অনতিবিলম্বে অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

সিরাজ মিয়া বলেন, সরকার অনেক কথা বললেও কাজের কাজ বিশেষ কিছু করতে পারছেনা। মানুষের যাতে স্বপ্নভঙ্গ না হয় সে ব্যাপারে তিনি সরকারকে সতর্ক করে দেন।

আবুল হাসান রুবেল বলেন,  সরকারের উপর মানুষের অনেক আশা। কিন্তু মানুষকে আশাহত হতে হচ্ছে।তিনি বলেন, মানুষের বাঁচার সংকট যেমন সমাধান করতে হবে, তেমনি সংস্কার ও নির্বাচনের পথে গণতন্ত্রের পথও তৈরী করতে হবে। তিনি বলেন, ৭১ এর ধারাবাহিকতায় ২৪ এর গণঅভ্যুত্থান। এবার তা ব্যর্থ করা যাবেনা। 

গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত  এই সমাবেশে  বক্তব্য রাখবেন গণতন্ত্র মঞ্চের  নেতা নাগরিক ঐক্যে সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক,  ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির সিনিয়র সহসভাপতি সিরাজ মিয়া প্রমুখ।

কেকে/এইচএস


আরও সংবাদ   বিষয়:  গণতন্ত্র মঞ্চ   দ্রব্যমূল্য   নিয়ন্ত্রণ   
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close