সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: এবার ‘শাপলা’ প্রতীক চাইল বাংলাদেশ কংগ্রেস      ইসরায়েলে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি      কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক স্বীকৃতি      শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ      হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর      ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      
প্রিয় ক্যাম্পাস
তিন শিক্ষার্থীর নিহতের ঘটনায় ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১১:১০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গত কয়েকদিনের ব্যবধানে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের তিনজন শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

রোববার (১৭ ডিসেম্বর) রাতে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর ও হাজী মোহাম্মদ মহসিন হল প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যের সামনে ফিরে আসে।

মিছিলে বিক্ষোভকারীরা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহান ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের সীমান্ত ও ভাষানটেক সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সুজানা হত্যার প্রতিবাদ ও বিচার দাবি করেন।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। মাত্র ছয় দিনের ব্যবধানে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ অজ্ঞাতনামা একজনের নির্মম মৃত্যু আমাদের সমাজের নিরাপত্তা ব্যবস্থার ভয়ানক চিত্র তুলে ধরেছে। ওয়াজেদ সীমান্ত এবং তাজবির হোসেন শিহানের মতো স্বপ্নময় তরুণেরা দুর্বৃত্তদের হাতে প্রাণ হারাচ্ছেন, যা একদিকে জাতির ভবিষ্যৎকে ধ্বংস করছে, অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।

তিনি বলেন, আজ আমাদের প্রশ্ন, কেন সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না? কেন রাজধানী এবং তার আশপাশের এলাকাগুলোতে ছিনতাই ও খুনের মতো ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে? আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত তৎপরতা এবং দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। বিচারহীনতার এই সংস্কৃতি অবিলম্বে বন্ধ করতে হবে।

তিনি খুনিদের বিচার দাবি করে বলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই, অপরাধীদের চিহ্নিত করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুন। রাজধানীসহ সারাদেশে টহল জোরদার করুন, যাতে আর কোনো মা-বাবার সন্তান এভাবে প্রাণ না হারায়।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোরে গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একইদিন নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ সীমান্ত। এর দুইদিন পর শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সবশেষ আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের লেক থেকে ভাষানটেক সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সুজানার মরদেহ উদ্ধার করা হয়।

কেকে/এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

তথাকথিত বুদ্ধিজীবীরাই হাসিনার ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করেছে
এবার ‘শাপলা’ প্রতীক চাইল বাংলাদেশ কংগ্রেস
আনিছুর রহমান লাকু ছিলেন নিবেদিতপ্রাণ ও আদর্শবান নেতা
নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
জালিয়াতি মামলায় ভারতীয় নাগরিক গ্রেফতার

সর্বাধিক পঠিত

অসুস্থ নাতনিকে দেখতে এসে লাশ হলেন নানা-নানি
মানবিক পদক্ষেপে প্রশংসায় ভাসছেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস
টাঙ্গাইলকে ময়মনসিংহে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
শিবচরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন
বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close