বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস      আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা      রাজসাক্ষী হতে চান পুলিশের উপপরিদর্শক শেখ আফজালুল      
খেলাধুলা
বিশ্বকাপ জয়ের আর্জেন্টিনার দ্বিতীয় বছরপূর্তি আজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১১:১৩ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

আজ ১৮ ডিসেম্বর। ২০২২ সালের এই দিনে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল দল আর্জেন্টিনা তাদের ইতিহাসের তৃতীয় ফিফা বিশ্বকাপ জয় করে। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে ইউরোপের পরাশক্তি ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার দেশ।

নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচটি ৩-৩ গোলে অমীমাংসিত ছিল। দীর্ঘ ৩৬ বছর পর আরাধ্য সোনালি ট্রফি জয় করে ‘লা আলবিসেলেস্তে’ বাহিনী। ফলে তাদের শিরোপাজয়ের আবেগটা ছিল স্বভাবতই বাঁধনছাড়া ও সীমাহীন। লিওনেল মেসি-ডি মারিয়াদের এই ট্রফিজয় ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। শিরোপাজয়ের সেই রেশ এখনো রয়ে গেছে আকাশী-শুভ্র সমর্থকদের মাঝে।

আজ তৃতীয়বারের মতো বিশ্বজয়ের পূর্তিতে আর্জেন্টিনা ভক্ত-সমর্থক-অনুরাগীরা দিনটি বিশেষভাবে স্মরণ ও পালন করছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানা ছবি ও স্ট্যাটাস দিচ্ছেন তারা। আর্জেন্টিনা একমাত্র দক্ষিণ আমেরিকান দল হিসেবে টানা দু’বার মহাদেশীয় শিরোপা ও একবার বিশ্বকাপ জিতেছে। ইউরোপে একমাত্র এই কৃতিত্ব আছে স্পেনের (২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ ইউরো)।

তাদের মতো স্বপ্নের এই ট্রেবল আর্জেন্টিনাও জিতেছে (২০২১ কোপা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা)। গত পাঁচ বছরের পরিসংখ্যান ও বিশ্লেষণের আলোকে বর্তমান সময়ের সেরা দল হিসেবে অনায়াসেই আর্জেন্টিনার নাম উল্লেখ করা যায়। গত ১৭ বছরে তারা ৭টি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। আর শিরোপা জিতেছে তিনটি। এই ডিজিটাল যুগে এবং রাফ অ্যান্ড টাফ ফুটবলের সময়ে কোনো দলের এতবার ফাইনালে খেলাটা দারুণ গৌরবের। এজন্য অনেক ফুটবলবোদ্ধা আর্জেন্টিনার নাম দিয়েছেন ‘ফাইনালন্টিনা’! আবার অনেকেই একবিংশ শতাব্দীর অন্যতম সেরা ফুটবল দলও মনে করেন ‘আকাশী-সাদা’ বাহিনীকে।
আর্জেন্টিনা ১৮ বার বিশ^কাপের মূলপর্বে খেলেছে, যা তৃতীয় সর্বোচ্চ। ৮৮টি ম্যাচ খেলেছে, যা তৃতীয় সর্বোচ্চ। ৪৭টি ম্যাচে জিতেছে, যা তৃতীয় সর্বোচ্চ। ১৭টি ম্যাচে ড্র করেছে, যা চতুর্থ সর্বোচ্চ। ২৪টি ম্যাচে হেরেছে, যা দ্বিতীয় সর্বোচ্চ। ১৫২টি গোল করেছে, যা তৃতীয় সর্বোচ্চ। ১০১টি গোল হজম করেছে, যা তৃতীয় সর্বোচ্চ। ১৫৮ পয়েন্ট পেয়েছে, যা তৃতীয় সর্বোচ্চ। ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে, যা তৃতীয় সর্বোচ্চ। ৩ বার রানার্সআপ হয়েছে, যা যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ।

৬ বার ফাইনাল খেলেছে, যা তৃতীয় সর্বোচ্চ। বিশ^কাপে খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি (২৬)। বেশি আসরে (যুগ্মভাবে ৫ বার) খেলেছেন মেসি। বেশি গোল কন্ট্রিবিউশন (২১) মেসির। ১ আসরে বেশি টাইব্রেকার শট সেভ (৪) সের্জিও গয়কোচিয়ার (১৯৯০)। একমাত্র খেলোয়াড় হিসেবে টানা ২ আসরে হ্যাটট্রিক গ্যাব্রিয়েল বাতিস্তুতার (১৯৯৪ ও ১৯৯৮)। সবচেয়ে বেশি সময় মাঠে ছিলেন মেসি (২৩১৪ মিনিট)। সবচেয়ে বেশি ম্যাচে ক্যাপ্টেন্সি (১৯) মেসির। সবচেয়ে বেশি গোল্ডেন বল জিতেছেন মেসি (২বার)।

সবচেয়ে বেশিবার ম্যাচসেরা (১১বার) মেসি। ১ আসরে সবচেয়ে বেশি ম্যাচসেরা (৫বার) মেসি। একমাত্র খেলোয়াড় হিসেবে গ্রুপ পর্ব, দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গোল করেছেন মেসি (২০২২)।
আর্জেন্টিনার রেকর্ডের বরপুত্র মেসি দেশর হয়ে সবচেয়ে বেশি ম্যাচ (১৯১), বেশি গোল (১১২), বেশি এসিস্ট (৫৮), বেশি হ্যাটট্রিক (১০) করেছেন। আর্জেন্টিনার তিন বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যানিয়েল প্যাসারেলা (১৯৭৮), দিয়াগো ম্যারাডোনা (১৯৮৬) ও লিওনেল মেসি (২০২২)। এদের মধ্যে প্যাসারেলা দু’বার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  আর্জেন্টিনা তৃতীয় ফিফা বিশ্বকাপ জয়   বিশ্বচ্যাম্পিয়ন ম্যারাডোনার দেশ     
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিদ্যুতের তার যেন চড়ুই পাখির অভয়াশ্রম
রূপায়ণ সিটি ও বার্জার পেইন্টসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন পদ্ধতির সংস্কার’
নীলফামারীতে বালিকাদের ফুটবল খেলা অনুষ্ঠিত
সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close