ঢাকার ধামরাইয়ে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান এবং কিশোরীদের জরায়ু, ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বেসরকারি এনজিও এসডিআই এর কেন্দ্রীয় কার্যালয়ে এ সেবা প্রদান করা হয়।
সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনসিয়েটিভস (এসডিআই) এর উদ্যোগে এ কর্মসূচিতে প্রায় চারশতাধিক কিশোরী অংশগ্রহণ করেন। এছাড়া চক্ষু শিবিরে পাঁচ শতাধিক মানুষকে চক্ষু সেবা প্রদান করা হয়।
এসডিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামসুল হকের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক, মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারী ও উদ্যোগ কেন্দ্র ঢাকা এর নির্বাহী পরিচালক মিজ মাশহুদা খাতুন শেফালী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধামরাই থানার পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক।
কর্মসূচিতে বক্তারা ব্রেস্ট ক্যান্সার ও বাল্য বিবাহরোধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। কর্মসূচি শেষে ৮ জন কৃতী শিক্ষার্থীকে অভ্যর্থনা প্রদান করেন।
কেকে/এএম