নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বহুতল ভবন থেকে নাহিদ হাসান প্লাবন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ফতুল্লার কায়েমপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাহিদ হাসান প্লাবন নারায়ণগঞ্জ সদর থানার পুরান গোগনগর আলীরটেক এলাকার ইসমাইল দেওয়ানের ছেলে।
নিহতের পাশের ঘরের ভাড়াটিয়া জানান, সকাল পর্যন্ত নাহিদের কোনো সাড়া-শব্দ না পেয়ে তিনি জানালা দিয়ে উঁকি দিলে দেখতে পান—নাহিদ গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসেন এবং পরে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের এসআই কাজী ফেরদৌস মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে।
কেকে/ আরআই