“দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নতি”—এই প্রতিপাদ্যে রংপুরের কাউনিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়ােজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এআরএম আল মামুনের সভাপতিত্বে এবং ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সুজয় সাহা, উপজেলা কৃষি অফিসার মোছা. তানিয়া আকতার, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. আহসান হাবীব, কাউনিয়া থানার এসআই গোপাল চন্দ্র, ডা. ফেরদৌস হাসান জনি প্রমুখ।
এবারের প্রদর্শনীতে অংশ নেয়া ২৯টি স্টলে দেশীয় উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর–পাখি, পশুপালনে সহায়ক গো-খাদ্য, ঘর, যন্ত্রপাতি ও ওষুধপত্র প্রদর্শিত হয়।
পরে প্রদর্শনীতে অংশ নেয়া সেরা স্টল এবং খামারীকে পুরস্কার দেওয়া হয়।
কেকে/ আরআই