“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তিঃ প্রাণিসম্পদে হবে উন্নতি এবং আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”–এই প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলীর সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. সেলিম জাহাঙ্গীর সৌরভের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার পপি, থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক ও খামারী তৌফিক হাসান বাবু।
এদিকে, প্রদর্শনীতে ৩২ স্টলে গরু, ছাগল, হাঁস-মুরগি, বিভিন্ন জাতের পাখি, দুগ্ধজাত খাবার, পশুর ওষুধ, পশুখাদ্য এবং যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।
কেকে/ আরআই