নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফর্মারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আ. রাজ্জাক ও আ. করিম নামের দুই শ্রমিক আহত হয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) সকালে মুনলাইট গার্মেন্টসের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঠিকাদার আব্দুর রহমানের তত্ত্বাবধানে ১২ থেকে ১৩ জন শ্রমিক ট্রান্সফর্মারের কাজ করছিলেন। কাজের সময় বিদ্যুতের সংযোগ বন্ধ রাখা হলেও হঠাৎ করে লাইন চালু হয়ে যায়। এতে নজরুলসহ তিনজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়। গুরুতর আহত রাজ্জাক ও করিমকে স্থানীয়রা দ্রুত খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, “আমরা গিয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তাদের মধ্যে নজরুল নামে একজনকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নজরুল নামে একজন শ্রমিকের মৃত্যুর খবর আমরা পেয়েছি। আহত দুজন বর্তমানে চিকিৎসাধীন।
কেকে/ এমএস