জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মানিকগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে মানিকগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী নাসরিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমুন আারা সুলতানা।
জেলা প্রশাসক নাজমুন আারা সুলতানা বলেন, “প্রাণিসম্পদ খাত আমাদের খাদ্যনিরাপত্তা, পুষ্টি ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন ও নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনে সরকার এখন অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। মানিকগঞ্জের খামারিরা ইতোমধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে—এ প্রদর্শনী তাদের আরও উৎসাহিত করবে।
তিনি আরও বলেন, “স্থানীয় খামারিদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ, দক্ষতা বৃদ্ধি এবং রোগব্যাধি প্রতিরোধে প্রশাসন সবসময় সহযোগিতা করবে।”
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ভেটেনারি অফিসার এ এম রেজ্জাকুল হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খানসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের গুরুত্ব, পশুপালন উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিতকরণ বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় পশুপালকদের উৎপাদিত পণ্য নিয়ে বিশেষ প্রদর্শনীও আয়োজন করা হয়।
কেকে/ আরআই