বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন      এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি      হংকংয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯      শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে      ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ      
দেশজুড়ে
কক্সবাজারে পিছু ছাড়ছে না ডেঙ্গু
মো. নেজাম উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৩:১৪ পিএম

কক্সবাজার পৌরসভার মশা নিধন কার্যক্রম বন্ধ থাকার কারণে পর্যটন নগরী কক্সবাজারে ডেঙ্গুর প্রভাব বেশি দেখা দিয়েছে। মশার উপক্রম বেশি হওয়ার ফলেও কক্সবাজার পৌরসভা কোনো ধরণের পদক্ষেপ নেই বলে জানা গেছে।

এদিকে কক্সবাজারে এখন দেশের সবচাইতে ঘনবসতি জায়গা উখিয়া টেকনাফে প্রায় ১২লাখ রোহিঙ্গা ও স্থানীয় রয়েছে প্রায় ৫ থেকে ৭ লাখ। এর উপর প্রতি সপ্তাহে পর্যটকের আনাগোনা সব মিলিয়ে দেশের সব চাইতে জনসংখ্যার চাপ রয়েছে পর্যটন নগরী কক্সবাজারে । যার কারণে কক্সবাজারে ডেঙ্গু ও ম্যালেরিয়ায় আক্রান্ত রোগির সংখ্যা বাড়ছে ক্রমাগত। আক্রান্তের দিক থেকে ডেঙ্গুর প্রকোপ বেশি হলেও ম্যালেরিয়ায় আক্রান্ত রোগির মৃত্যুর সংখ্যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে কোভিড ১৯ বা করোনায় হানা দেয়ায় কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগের ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

কক্সবাজার পৌরসভার বাসিন্দা হাসান, জানান, আগে মাঝে মধ্যে পৌরসভা থেকে মশা নিধন স্প্রে করা হলেও এখন তা চোখে পড়ছে না। যার কারণে প্রতিটি এলাকায় মশা বেড়েছে। 

পাহাড়তলীর এসকে সেলিম জানান, পৌরসভা থেকে নালা নর্দমা পরিস্কার না করার কারণে এলাকায় মশার প্রকোপ বেড়েছে। এখন আগের মতো মশা নিধন স্প্রে করা হচ্ছে না যার কারনে ডেঙ্গুবাহী মশার প্রকোপ বেশ দেখা যাচ্ছে। 

কক্সবাজার সদর হাসপাতালের দেয়া তথ্যমতে, নভেম্বর মাসে গতকাল পর্যন্ত মোট ২৯১ জন ডেঙ্গু রোগি চিকিৎসা নিয়েছে। তার মধ্যে পুরুষ ১৪৫ জন মহিলা ১০৩জন শিশু ৪৩জন বলে জানা গেছে । এখন হাসপাতালে ভর্তি আছে ১২ জন। তার মধ্যে পুরুষ ৪জন, মহিলা ৩জন, শিশু ৫জন।  

এদিকে এই বছরের জানুয়ারী মাস থেকে চলতি মাসের গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ১০২৯জন । জানুয়ারী মাসে ১৮ জন,তার মধ্যে রোহিঙ্গা রোগী ছিল ৫জন।  ফের্রুয়ারী মাসে ৩ জন, রোহিঙ্গা ২জন। মার্চ মাসে ৬জন, তার মধ্যে রোহিঙ্গা ২জন। এপ্রিল মাসে ১১জন, রোগিঙ্গা ছিল ৩জন। মে মাসে ২৭জন,  রোহিঙ্গা ছিল ৭জন।  জুন মাসে ৪২জন, রোহিঙ্গা ছিল ৮জন। জুলাই মাসে ৮৩জন, রোহিঙ্গা ছিল ১১জন।  আগষ্ট ৯৬জন, তার মধ্যে রোহিঙ্গা ছিল ১৭ জন।  সেপ্টম্বর মাসে ১৭১ জন, রোহিঙ্গা ছিল ৮জন। অক্টোবর মাসে ২৮১ জন, তার মধ্যে ৮জন ছিল রোহিঙ্গা।  এই নভেম্বর মাসে ২৯১ জন রোগি চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতাল তথ্যমতে, ২০২৩ সালে ডেঙ্গু রোগির সংখ্যা ছিল ২৪৬৮জন। তার মধ্যে পুরুষ ছিল ১৪৩৭ জন, মহিলা ১০৩১জন। তার মধ্যে রোহিঙ্গা রোগি ছিল ৩০৮ জন। সেই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায় ৯জন । 

কক্সবাজার জেরা সদর হাসপাতালের ২০২৪ সালের তথ্য যদি আমরা দেখি তবে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পুরুষ ২১৭৪ ও মহিলা ১৫০০জন মোট ৩৬৭৪ জন রোগি আক্রান্ত হয়।  তার মধ্যে ৩২৪ জন ছিল রোহিঙ্গা । ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা না গেলেও ২০২৪ সালে রোহিঙ্গা মারা গেছে ৬জ ও স্থানয়ি মারা গেছে ১জন। অন্যদিকে এই বছরের চলতি মাসের গতকাল পর্যন্ত স্থানীয় কেউ ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা না গেলেও রোহিঙ্গা ১জন মারা যান।    
তিনি জানান, ম্যালেরিয়ায় গত ২৪ ঘন্টায় ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু এবং ম্যালেরিয়ার প্রকোপের মধ্যে নতুন করে করোনায় হানা দেয়ায় ভাবনার কারণ হয়েছে দাঁড়িয়েছে স্বাস্থ্য বিভাগে।

কক্সবাজার সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক জানিয়েছেন, ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগের প্রকোপের অন্যতম কারণ হিসেবে সচেতনার অভাব রয়েছে জানিয়ে সিভিল সার্জন জানান, মুলত পরিচ্ছন্নতার অভাব, যেখানে সেখানে পানি জমে যাওয়া, অপরিচ্ছন্ন নর্দমার কারণে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। আর ম্যালেরিয়া কক্সবাজারে ছিল না। এটা বান্দরবনের পাহাড়ি এলাকা থেকে এসেছে। কক্সবাজার জেলার মানুষের সাথে বান্দরবনের আশা-যাওয়া বেশি। এটার জন্যও খুবই সচেতন হওয়া জরুরি।

এর মধ্য জেলা স্বাস্থ্য বিভাগ থেকে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়ে জানিয়ে এই কর্মকর্তা বলেন, স্থানীয় ও রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্য বিভাগের পক্ষে কীটনাশকযুক্ত মশারি, প্রচারণা সহ নানা কার্যক্রম চলছে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   ডেঙ্গু   ম্যালেরিয়া  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দ্বিতীয় বারের মতো ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীন-মার্কিন দ্বৈরথ
বয়ান শিল্পাঙ্গনের তৃতীয় নাট্য কর্মশালা ৩০ নভেম্বর থেকে
অস্থিতিশীল বিদ্যুৎ খাত : উত্তরণের উপায়
প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ১৮ কোটি টাকার ঋণখেলাপির মামলা
বেনাপোলে বিএনপির উঠান বৈঠক, উন্নয়ন ভাবনা তুলে ধরলেন তৃপ্তি
ধামরাইয়ে সাত অবৈধ ইটভাটায় অভিযান, ১৫ লাখ জরিমানা
বিএনপি যে কথা দেয় সে কথা রাখে : নাসিরুল ইসলাম
বুধবারের আলোচিত ছয় সংবাদ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close