বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকা থেকে মাটিচাপা অবস্থায় ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে ইয়াবার মালিক বা সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর রাতে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ঘুমধুম বিওপির বিশেষ অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম (পিএসসি)।
বিজিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ৮০০ মিটার ভেতরে ঘুমধুম মধ্যমপাড়া এলাকায় মাটির নিচে ইয়াবার একটি বড় চালান লুকানো রয়েছে এমন তথ্য পাওয়া যায়। পরে রাত ১টা ৩০ মিনিটি থেকে ভোর ৪টা পর্যন্ত বিশেষ টহলদল বিভিন্ন সন্দেহজনক স্থানে মাটি খুঁড়ে তল্লাশি চালায়।
এক পর্যায়ে স্থানীয় বাসিন্দা এনামের বাড়ির বারান্দার মাটিচাপা অংশ থেকে ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা চোরাচালানের সঙ্গে কারা জড়িত—তা সন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
অভিযানের বিষয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম (পিএসসি) বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তে অবৈধ কার্যক্রম দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজিবি’র রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এতে সীমান্ত এলাকা মাদকমুক্ত রাখার প্রচেষ্টায় স্থানীয়দের আস্থা বৃদ্ধি পেয়েছে।
কেকে/বি