বান্দরবানের ইভানজেলিক্যাল খ্রিষ্টান চার্চে (ইসিসি) ব্যবহারের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে চেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকালে বান্দরবান রিজিয়ন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান সেনা রিজিয়নের জিএস-টু মেজর পারভেজ রহমান ইসিসি চার্চের দায়িত্বপ্রাপ্তদের হাতে ১শ ১০টি চেয়ার তুলে দেন।
এসময় ইভানজেলিক্যাল খ্রিষ্টান চার্চ (ইসিসি)–এর দায়িত্বপ্রাপ্তরা সেনাবাহিনীর কাছ থেকে চেয়ারগুলো বুঝে নেন এবং সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
চেয়ার বিতরণ অনুষ্ঠানে মেজর পারভেজ রহমান বলেন, “৬৯ পদাধিক ব্রিগেড বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্নভাবে এলাকার মানুষের জন্য সহযোগিতা অব্যাহত রয়েছে এবং আগামীতেও এই সহযোগীতা অব্যাহত থাকবে।”
কেকে/ আরআই