বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালানবিরোধী অভিযানে বার্মিজ গরু ও বাংলাদেশি বিভিন্ন ধরনের বিপুল মালামাল জব্দ করেছে ১১ বিজিবি।
গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি স্থানে এই অভিযান পরিচালিত হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কয়েকটি বস্তা ও বার্মিজ গরু রেখে পালিয়ে যায়।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সূত্রে জানা যায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে সফলতা ধরে রেখেছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের লেম্বুছড়ি বিওপি, ভালুখাইয়া বিওপি এবং ব্যাটালিয়ন সদর টহলদল যৌথভাবে সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় অভিযান চালায়।
অভিযানে চারটি বার্মিজ গরু, বাংলাদেশি টেস্টিং সল্ট, চিপস, মশার কয়েল, স্প্রে মেশিনের যন্ত্রাংশসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ধরা হয়েছে ১২ লাখ ৬২ হাজার ৪০০ টাকা।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ানের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অপরাধ দমনে আমাদের টহল দল সর্বদা প্রস্তুত। জনগণের সহযোগিতা পেলে সীমান্ত অপরাধ সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব।
তিনি আরো বলেন, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু ও মালামাল আনার চেষ্টা করলেও বিজিবির কড়া নজরদারির কারণে সফল হতে পারছে না। আটককৃত মালামাল যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট দফতরে হস্তান্তর করা হবে।
বিজিবির এ ধরনের নিয়মিত তৎপরতায় সীমান্ত এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বজায় রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।
কেকে/ এমএস