জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সকল দপ্তর প্রধানের সাথে মতবিনিময় সভা করেছেন অতিরিক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার (স্থানীয় সরকার ও আইসিটি) মো. রেজাউল আলম সরকার।
রোববার (২৩ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা করেন তিনি।
ইউএনও মো. সেলিম আহমেদ উপজেলার সকল দপ্তরের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপজেলার সকল কর্মকর্তাদের উদ্দেশে কমিশনার মহোদয় বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন, এলজিইডি প্রকৌশলী মো. মোবারক হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাহমুদা খাতুন পপি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, থানার তদন্ত কর্মকর্তা মো. ইমায়েদুল জাহিদী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, পরিসংখ্যান কর্মকর্তা মো. মাহবুব হোসেন প্রধান, সমাজসেবা কর্মকর্তা মো. মোশারফ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিছার রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. আজিজুর রহমান, মহিলাবিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমানসহ খাদ্য নিয়ন্ত্রক, পল্লীবিদ্যুৎ, ফায়ার সার্ভিস, জনস্বাস্থ্য প্রকৌশলী ও পল্লী উন্নয়ন কর্মকর্তাগণ।
কেকে/ এমএস