মানিকগঞ্জে বাউলদের ইসলামবিরোধী কর্মকাণ্ড ও বাংলাদেশ বাউল সমিতির চেয়ারম্যান মো. আবুল সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিক্ষোভ পরবর্তী ধাওয়ার ঘটনায় বাউল সম্প্রদায়ের তিনজন ও তৌহিদী জনতার একজনসহ মোট চারজন আহত হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বিক্ষোভে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মী, আলেম-উলামা ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, আবুল সরকারসহ কিছু বাউল আল্লাহ ও ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক অস্থিরতা সৃষ্টি করছেন। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
তারা আবুল সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিক্ষোভ শেষে বেলা ১১টার দিকে তৌহিদী জনতার মিছিল দক্ষিণ সেওতা এলাকার শহীদ স্মৃতিস্তম্ভ এলাকায় পৌঁছালে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এ সময় আবুল সরকারের মুক্তির দাবিতে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন বাউল শিল্পী। তৌহিদী জনতা তাদের ধাওয়া করলে সংঘর্ষ সৃষ্টি হয়।
আহতরা হলেন বাউল শিল্পী আলিম, আরিফুল ও জহিরুল এবং তৌহিদী জনতার একজন (নাম জানা যায়নি)
আহতদের দ্রুত উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত চলছে।
উল্লেখ্য, ঘিওর উপজেলার জাবড়া এলাকায় “খালা পাগলী মেলা”য় বিচার গান পরিবেশনের সময় আল্লাহকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে মো. আবুল সরকার বর্তমানে কারাগারে রয়েছেন। এ ঘটনায় ঘিওর থানায় তার নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।