নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের এক ও দুই নম্বর ওয়ার্ডের চিহ্নিত আওয়ামী লীগ নেতা কর্মীদের বিএনপিতে সংযুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
শনিবার (২২ নভেম্বর) বিকালে উপজেলার খৈসাইর বাজার এলাকায় আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম হিরন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের এনামুল আহমেদ, জিয়া সাইবার ফোর্সের নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক আরিফ মিয়া, এক নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মহসিন, সাধারণ সম্পাদক শরীফ মিয়া, দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল মিয়া, ওয়ার্ড যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আকরাম মিয়া, ছাত্রদলের সভাপতি ইব্রাহিম মিয়া।
বিক্ষোভ পরবর্তী পথসভায় বক্তারা বলেন, ‘বিগত আওয়ামী হায়েনার সময়ে যারা বিএনপির কর্মীদের নামে মিথ্যে মামলা দিতো, হামলা দিতো, এলাকাছাড়া করতো, আজ তাদের মাঝে আওয়ামী দোসর গোলাম কিবরিয়া কাজল, আদম লিটনসহ বেশকয়েকজনকে নিয়ে বিএনপির মনোনীত প্রার্থীর সামনে নেতা সাজাচ্ছে। আমরা ধানের শীষের কর্মী হওয়ায় অত্যাচার নির্যাতন সয়ে আওয়ামী দোসরদের কোনভাবে বিএনপিতে যোগদান মানবো না।’
‘নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীয় প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া এসব আওয়ামী সন্ত্রাসীদের আশা করি ঠাঁই দেবেন না।’
কেকে/এমএ