বান্দরবানের লামায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও লামা আলীয়া এতিম খানার শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি করতে শিক্ষা সামগ্রী, বাইসাইকেল এবং নারীদের জীবনমান উন্নয়নে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন বিতরণ করেছে এপেক্স ক্লাব অব বান্দরবান ও এপেক্স ক্লাব অব লামা।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে লামা প্রেস ক্লাব হলরুমে এপেক্স ক্লাব অব লামার সাবেক প্রেসিডেন্ট এম বশিরুল আলমের সঞ্চালনায় শিক্ষা উপকরণ ও সেলাই মেশিন বিতরণের উদ্বোধন করেন এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমান।
এপেক্স ক্লাব অব লামার প্রেসিডেন্ট এপে. মো. তৈয়ব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রিন্সিপাল এস. কে. দত্ত অনুপ, অতীত সেবা পরিচালক এপেক্স বাংলাদেশ, এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট ৩-এর গভর্নর এপে. সৈয়দ মিয়া হাসান; পিজিডি ৩ এপে. কামাল পাশা; এপে. আলমগীর আলম, সভাপতি এপেক্স ক্লাব অব পটিয়া; এপে. মো. আরিফ খান, সেক্রেটারি জেলা ৩ এবং এপেক্স ক্লাব অব লামার নেতৃবৃন্দ।
এসময় উপজেলার দুর্গম এলাকার অনগ্রসর মহিলাকে কর্মমুখী করার লক্ষ্যে ১টি ইলেকট্রিক সেলাই মেশিন, মাদরাসা শিক্ষার্থীকে যাতায়াতের সুবিধার্থে ১টি বাইসাইকেল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের হাতে নতুন খাতা-পেন্সিল পেয়ে পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে; শিশুরা আনন্দে উচ্ছ্বাসিত হয় এবং অনেক অভিভাবক সন্তুষ্টি প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “এপেক্স বাংলাদেশ সব সময়ই মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা চাই সকল শিক্ষার্থীরা সুশিক্ষিত হয়ে সমাজের মূলধারায় ভূমিকা রাখবে এবং নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামূখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে।”
কেকে/ আরআই