মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো. আমিনুল হক বলেছেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যেই নির্বাচনে অংশ নিতে চাই।”
শনিবার (২২ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “দেশে আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকারের পরিস্থিতি চরমভাবে অবনতির দিকে গেছে। দুর্নীতি, অন্যায়-অবিচার, বিচারহীনতা, অব্যবস্থাপনা এবং নাগরিক অধিকার সংকটে সাধারণ মানুষের জীবন দুঃস্বহ হয়ে উঠেছে।”
তার দাবি, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করছে এবং এ সংগ্রামে তিনি নিজেও সক্রিয়ভাবে যুক্ত আছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ঘিওর, দৌলতপুর ও শিবালয়ের উন্নয়নই আমার মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা আধুনিকায়ন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টিসহ একটি উন্নত, সমৃদ্ধ ও বাসযোগ্য অঞ্চল গড়ে তুলতে চাই।”
তিনি আরও যোগ করেন, “বিএনপির নেতৃত্বাধীন আন্দোলনে জনগণের প্রত্যাশা বড়। সুষ্ঠু নির্বাচন হলে জনগণই তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে।”
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, দৌলতপুর উপজেলা জাসাসের সভাপতি ডা. মো. নুরুল ইসলাম, খলসী ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মো. বাদলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কেকে/ আরআই