পটুয়াখালীর গলাচিপার স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ ওঠায় তথ্য অধিকার আইনে আবেদন, আবেদনকারী যদি উপরস্থ কর্মকর্তার অনুমতি নিয়ে আসে তাহলে মিলবে তথ্য-এমন কথা জানিয়েছেন, গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজবাহ উদ্দিন।
উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ছাত্র জনতার অংশগ্রহণে বেশ কয়েকবার উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে একই বিষয় নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে গত ৭ অক্টোবর ২০২৫ সাংবাদিক জসিম উদ্দিন আহম্মেদ এবং গত ১২ অক্টোবর ২০২৫ হাফিজ উল্লাহ দু'জন মিলে ৫টি বিষয়ের উপর তথ্য চেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর আবেদন করে।
আবেদনের মেয়াদ ৩০ দিন শেষ হওয়ার পরে তথ্য চাইতে গেলে উক্ত কর্মকর্তা সংক্ষিপ্ত আকারে একটি পৃষ্ঠায় সূচি আকারে তথ্য প্রদান করে যা বিস্তারিত তথ্য নয়। তাই আবেদনকারীরা অসম্পূর্ণ তথ্য গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।
বিস্তারিত তথ্যের কথা বলা হলে, ডা. মিজবাহ উদ্দিন মৌখিকভাবে জানায়, ‘যেটুকু তথ্য প্রদান করা হয়েছে তা উপরস্থ কর্মকর্তার অনুমতি সাপেক্ষে দেওয়া হয়েছে এর বেশি তথ্য তার পক্ষে দেওয়া সম্ভব না। যদি দিতে হয় তাহলে আপনারা (আবেদনকারী) যদি উপরস্থ কর্মকর্তার অনুমতি নিয়ে আসেন তাহলে আমি বিস্তারিত তথ্য প্রদান করবো।’
এ বিষয়ে সাংবাদিক জসিম উদ্দিন আহম্মেদ ও মো. হাফিজ উল্লাহ বলেন, বিস্তারিত তথ্যের জন্য উপরস্থ কর্মকর্তা বরাবর আপীল করবেন বলে তারা উভয়ই জানিয়েছেন।
কেকে/বি